হায়দরাবাদ: সারাদিনের প্রতিটি মুহূর্ত হোয়াটঅ্যাপ থেকে শুরু করে সমস্ত সোশাল মিডিয়ায় শেয়ারের অভ্যাস ৷ জানেন কি এটার জন্য কত বড় মূল্য চোকাতে হতে পারে ৷ এখনই সাবধান হওয়ার সময় এসে গিয়েছে ৷ সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টে প্রকাশ করা হয়েছে, সাইবার অপরাধীরা হ্যাকিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক সবথেকে বেশি ব্যবহার করে ৷
এই তিনটি অ্যাপের কয়েক মিলিয়ন ব্যবহারকারী রয়েছেন । অনলাইন প্রতারণার জন্য এইগুলিকে বেছে নেয় হ্যাকাররা ৷ প্রতিবেদনে বলা হয়েছে, যে সাইবার হ্যাকাররা এই ধরনের অপরাধ করার জন্য গুগল পরিষেবা প্ল্যাটফর্ম ব্যবহার করে। তার সাহায্যে সাধারণ মানুষকে টার্গেট করে ।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবচেয়ে বেশি প্রতারণা: কেন্দ্রীয় মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবচেয়ে বেশি প্রতারণার শিকার হন নাগরিকরা । সদ্য শেষ হওয়া 2024-এর রিপোর্ট অনুযায়ী সংশ্লিষ্ট বছরের প্রথম তিন মাসে সালের প্রথম তিন মাসে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সর্বাধিক 43,797টি সাইবার জালিয়াতির অভিযোগ পেয়েছে । টেলিগ্রামের মাধ্যমে প্রতারণার ঘটনা 22 হাজার 680টি এবং ইনস্টাগ্রামের মাধ্যমে 19,800টি প্রতারণার অভিযোগ জমা পড়েছে ।