পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

তিনটি ভেরিয়েন্টের ইলেকট্রিক স্কুটার নিয়ে লড়াইয়ের মাঠে Hero - HERO VIDA V2

Hero Motocorp-এর সাব ব্র্যান্ড Vida India লঞ্চ করেছে নতুন ইলেকট্রিক স্কুটার Vida V2 সিরিজ। এর তিনটি ভেরিয়েন্ট রয়েছে V2 Lite, V2 Plus এবং V2 Pro।

Hero MotoCorp
Vida V2 সিরিজের ইলেকট্রিক স্কুটার (ছবি Vida India)

By ETV Bharat Tech Team

Published : Dec 5, 2024, 3:12 PM IST

হায়দরাবাদ:এবার ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল Vida India ৷ টু-হুইলার প্রস্তুতকারক Hero Motocorp-এর উদ্যোগে এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ করা হয়েছে ৷ নতুন বৈদ্যুতিক স্কুটার Vida V2 সিরিজে তিনটি ভেরিয়েন্ট রয়েছে ৷ সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, V2 Lite (Rs 96,000), V2 Plus (Rs 1.15 লক্ষ) এবং V2 Pro (1.35 লক্ষ টাকা) ভেরিয়েন্ট রয়েছে । এই সমস্ত দাম এক্স-শোরুম অনুসারে ৷

Vida V2 হল, কোম্পানির Vida V1 রেঞ্জের নতুন সংস্করণ ৷ Vida V2 Lite হল সংস্থার আপডেটেড সিরিজের মধ্যে সব থেকে সাশ্রয়ী এবং একেবারে নতুন ভেরিয়েন্ট । এই বেস ভেরিয়েন্টে 2.2kWh-এর ছোট ব্যাটারি প্যাক রয়েছে ৷ একবার ফুল চার্জ দিলে 94 কিলো মিটার পর্যন্ত যেতে পারে ৷ এছাড়াও V2 Plus মডেলটি V2 Pro ভেরিয়েন্টের তুলনায় অনেকটাই বেশি ৷ একাবার সম্পূর্ণ চার্জ দিলে যথাক্রমে 143 কিমি এবং 165 কিমি পর্যন্ত চলতে পারে ৷ এছাড়াও, V2 Lite-এ দুটি রাইডিং মোডের সুবিধা রয়েছে ৷ একটি সাধারণ রাইড এবং অন্যটি ইকো ৷ অন্যান্য বৈশিষ্ট্যগুলি অন্য দুটি ভেরিয়েন্টের মতোই ।

কোম্পানি Vida V2 সিরিজে 7 ইঞ্চি টাচস্ক্রিন TFT ডিসপ্লে দিয়েছে । উল্লেখ্য সবচেয়ে সাশ্রয়ী মূল্যের মডেল Vida V2 Lite 96,000 টাকা থেকে শুরু হয় (এক্স-শোরুম, দিল্লি) ৷ অন্যদিকে, Vida V2 Plus এবং V2 Pro-এ খুব বেশি পরিবর্তন করা হয়নি ৷ V2 Plus মডেলে রয়েছে 3.44kWh ব্যাটারি ৷ এক ঘণ্টায় 85kp সর্বোচ্চ গতি ৷ একবার চার্জ দিলে 143km রাস্তা যেতে পারে ৷

অপর মডেল V2 Pro-র দাম 1.35 লক্ষ টাকা ৷ এত রয়েছে 3.94kWh ব্যাটারি ৷ এটি ঘণ্টায় 90 কিমি যেতে পারে ৷ একবার সম্পূর্ণ চার্জ দিলে 165km যেতে পারে । ইলেকট্রিক স্কুটারটি 5 বছরে 50,000 কিলোমিটার রাস্তা ও ব্যাটারি প্যাকটি 3 বছরে 30,000 কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি দেওয়া হয়েছে ৷

জানুয়ারিতে ভারতের বাজারে লঞ্চ করছে onePlus 13 ও onePlus 13R

ABOUT THE AUTHOR

...view details