হায়দরাবাদ: প্রযুক্তির অত্যাধুনিকতা প্রতিনিয়ত যেমন নতুন কিছুর সন্ধান দিচ্ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জালিয়াতদের সংখ্যা ৷ ডিপফেক থেকে অনলাইন ডেটিং অ্যাপের রমরমা বাড়ছে ৷ এই সমস্ত অনলাইন স্ক্যামের ফাঁদে পা দিয়ে সর্বশ্রান্ত হচ্ছেন অনেকে ৷ শুধুমাত্র টাকা আত্মসাৎ নয়, রোমান্স স্ক্যামের রমরমা চারিদিকে ৷
নিশ্চয় ভাবছেন রোম্যান্স স্ক্যাম আবার কি ? ভালোবাসার মরশুমে শিকারকে ফাঁদে ফেলতে জাল বিছিয়ে রেখেছে সাইবার জালিয়াতরা ৷ 7 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যালেন্টাইন্স সপ্তাহ পালিত হয়। 14 ফেব্রুয়ারি পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে । রোম্যান্স স্ক্যামাররা সাধারণত এই সময়েই তাদের জাল বিছিয়ে রাখে শিকারকে ধরতে ৷ এই ক্ষেত্রে শিকারকে ফাঁদে ফেলতে মেটা মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ-কে বেছে নেয় ৷ ভালোবাসা দিবসে প্রেমের কেলেঙ্কারি থেকে বাঁচতে সচেতনতার টিপস দিল মেটা ৷
তার আগে জেনে নেওয়া যাক প্রেম কেলেঙ্কারি কী?
প্রেমের কেলেঙ্কারি বা রোম্য়ান্স স্ক্যামের ক্ষেত্রে সাইবার অপরাধীরা প্রথমে ভুয়ো প্রোফাইল তৈরি করে ৷ তারপর সেখান থেকে শিকারকে মেসেজ পাঠায় ৷ রোম্য়ান্টিক কথা বলে শিকারকে ফাঁদে ফেলার চেষ্টা করে ৷ কখনও কখনও প্রেমে পড়ার ভান করেন প্রতারকরা। প্রতারকরা নিজেদের এমনভাবে উপস্থিত করে যাতে অপর প্রান্তে থাকা সংশ্লিষ্ট ব্যক্তির সবকিছু বাস্তব বলে মনে হয়। এভাবেই তারা আস্থা অর্জন করে শিকারকে লুট করে ৷ প্রতারকরা ধীরে ধীরে বিষয়টিকে এগিয়ে নিয়ে যায় এবং মানুষের আস্থা অর্জন করে।
প্রেম কেলেঙ্কারির ফাঁদে পা দেওয়া শিকারকে প্রতারকরা অনলাইনে আপত্তিকর ছবি ও ভিডিয়ে রেকর্ড করে তারপর সেগুলোকে ব্ল্যাকমেইল করে এবং তাদের কাছ থেকে টাকা আদায় করে। সেই কারণেই এই কেলেঙ্কারিকে বলা হয় রোম্যান্স কেলেঙ্কারি ৷ প্রেম বা প্রেমের ভান করে প্রতারণা করা হয়।
প্রেম কেলেঙ্কারি কীভাবে চিহ্নিত করবেন
- প্রতারকরা নিজেদের জাহির করে এবং ভালোবাসার ভান করতে শুরু করবেন । আস্থা অর্জন করে তারপর শিকারের কাছ থেকে উপহার দাবি করতে পারে ৷ টাকাও চাইতে পারে । স্ক্যামাররা এই সম্পূর্ণ প্রক্রিয়াটি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা মেসেঞ্জারের মাধ্যমে করতে পারে ৷
- কখনও কখনও প্রতারকরা সেলিব্রিটির ডিপফেক ব্যবহার করে শিকারকে ফাঁদে ফেলতে পারে ৷
- ভ্য়ালেন্টাইন্স ডে-র আগে অবিবাহিত ব্যক্তি নিজেদের জন্য সঙ্গী খুঁজে বের করার চেষ্টা করেন। এর জন্য, ডেটিং সাইটের যোগাযোগ করেন ৷ ভুয়ো ডেটিং সাইটের ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা গুণগার দিতে হয় ৷
মেটার সচেতনতা