বেঙ্গালুরু:কয়েকদিন আগেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যানের পদে ইস্তফা দিয়েছেন এস সোমনাথ ৷ এবার ইসরোর নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিলেনভি নারায়ণন ৷ সোমবার ইসরোর তরফে জাননো হয়েছে, এস সোমনাথের স্থলাভিষিক্ত হলেন ভি নারায়ণন। 13 জানুয়ারি, 2025 সোমবার ড. ভি. নারায়ণন মহাকাশ বিভাগের সচিব এবং ইসরোর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ।
ভি নারায়ণন 1984 সালে ISRO-তে যোগ দিয়েছিলেন ৷ কয়েক দশক ধরে ভারতের মহাকাশ মিশনে উল্লেখযোগ্য অবদান রয়েছে তাঁর । 2018 সালে নারায়ণন ISRO-এর লিকুইড প্রপালশন সিস্টেমস সেন্টার (LPSC) এর পরিচালকের দায়িত্বে ছিলেন ৷ গগনযান মিশনে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ৷ একজন প্রবীণ বিজ্ঞানী হিসেবে তিনি ইসরোর দায়িত্ব নেওয়ায় মহাকাশ গবেষণা যে আরও এগোবে তা বলার অপেক্ষা রাখে না ৷
শুধু গগণযান অভিযান নয়, নারায়ণন ভারতের চন্দ্রাভিযানেও তাঁর বিশেষ অবদান ছিল ৷ চন্দ্রযান-2 এবং 3র জন্য, তিনি L110 লিকুইড স্টেজ, C25 ক্রায়োজেনিক স্টেজ এবং প্রপালশন সিস্টেমের উপর গবেষণা করেন ৷ যা মহাকাশযানকে চাঁদের কক্ষপথে পৌঁছাতে এবং সফট অবতরণে বিশেষভাবে সাহায্য করেছিল ।
ইসরো প্রধানের পদে ভি নারায়ণন, 14 জানুয়ারি থেকে নতুন দায়িত্বে