পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

ইসরোর নতুন চেয়ারম্যানের দায়িত্বে ভি নারায়ণন - NEW ISRO CHIEF

ISRO-র নতুন চেয়ারম্যান ভি নারায়ণন ৷ 1984 সালে ISRO-তে যোগ দেন ৷ কয়েক দশক ধরে ভারতের মহাকাশ অভিযানে তাঁর ভূমিকা ছিল অনন্য ৷

V Narayanan
ইসরোর নতুন চেয়ারম্যান ভি নারায়ণন (ছবি ISRO)

By ETV Bharat Tech Team

Published : Jan 14, 2025, 3:06 PM IST

বেঙ্গালুরু:কয়েকদিন আগেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যানের পদে ইস্তফা দিয়েছেন এস সোমনাথ ৷ এবার ইসরোর নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিলেনভি নারায়ণন ৷ সোমবার ইসরোর তরফে জাননো হয়েছে, এস সোমনাথের স্থলাভিষিক্ত হলেন ভি নারায়ণন। 13 জানুয়ারি, 2025 সোমবার ড. ভি. নারায়ণন মহাকাশ বিভাগের সচিব এবং ইসরোর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ।

ভি নারায়ণন 1984 সালে ISRO-তে যোগ দিয়েছিলেন ৷ কয়েক দশক ধরে ভারতের মহাকাশ মিশনে উল্লেখযোগ্য অবদান রয়েছে তাঁর । 2018 সালে নারায়ণন ISRO-এর লিকুইড প্রপালশন সিস্টেমস সেন্টার (LPSC) এর পরিচালকের দায়িত্বে ছিলেন ৷ গগনযান মিশনে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ৷ একজন প্রবীণ বিজ্ঞানী হিসেবে তিনি ইসরোর দায়িত্ব নেওয়ায় মহাকাশ গবেষণা যে আরও এগোবে তা বলার অপেক্ষা রাখে না ৷

শুধু গগণযান অভিযান নয়, নারায়ণন ভারতের চন্দ্রাভিযানেও তাঁর বিশেষ অবদান ছিল ৷ চন্দ্রযান-2 এবং 3র জন্য, তিনি L110 লিকুইড স্টেজ, C25 ক্রায়োজেনিক স্টেজ এবং প্রপালশন সিস্টেমের উপর গবেষণা করেন ৷ যা মহাকাশযানকে চাঁদের কক্ষপথে পৌঁছাতে এবং সফট অবতরণে বিশেষভাবে সাহায্য করেছিল ।

ইসরো প্রধানের পদে ভি নারায়ণন, 14 জানুয়ারি থেকে নতুন দায়িত্বে

নতুন চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার পর ইসরোর তরফে জানানো হয়েছে, "ভারত যখন GSLV Mk-ll ভেহিক্যালের জন্য ক্রয়োজনিক প্রযুক্তি ব্যবহারে অনিহা প্রকাশ করেছিল, সেই সময়েই তিনি প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট থেকে শ্ক্তিশালী ইঞ্জিন আবিষ্কার করেছিলেন ৷ যা দেশের মহাকাশ গবেষণায় বিশেষ নজির সৃ্ষ্টি করেছিল ৷"

পশ্চিমবঙ্গে খড়গপুরের আইআইটি প্রাক্তন ছাত্র ভি নারায়ণন ৷ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে এমটেক এবং অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি সম্পন্ন করেছেন । M.Tech প্রোগ্রামে প্রথম স্থান অর্জন করে রৌপ্য পদক পেয়েছিলেন ৷ 2018 সালে তিনি আইআইটি খড়গপুর থেকে লাইফ ফেলোশিপ পুরস্কার পেয়েছেন ।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে যোগদানের আগে, নারায়ণন ত্রিচি এবং রানিপেটে টিআই ডায়মন্ড চেইন লিমিটেড, মাদ্রাজ রাবার ফ্যাক্টরি এবং ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (বিএইচইএল)-এর সঙ্গে যুক্ত ছিলেন ৷ ISRO-তে দীর্ঘদিন ধরে একাধিক গবেষণায় নজির সৃ্ষ্টি করেছেন ৷

মহাশূন্যে বিপত্তি, ফের স্থগিত ইসরোর স্যাটেলাইট ডকিং প্রক্রিয়া

ABOUT THE AUTHOR

...view details