পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

উৎসবের মরশুমে টয়োটার উপহার, গাড়ি কিনলে মিলবে অ্যাক্সেসিরিজ - TOYOTA HYRYDER

গাড়ি প্রস্তুতকারক Toyota Kirloskar তার Hyrider SUV-এর একটি নতুন উত্সব সংস্করণ লঞ্চ করেছে ৷ এই মরশুমে যাঁরা গাড়ি কিনবেন অ্যাক্সেসিরিজ পাবেন উপহারে ৷

TOYOTA HYRYDER
টয়োটা হাইরাইডার (ছবি - টয়োটা কির্লোস্কর)

By ETV Bharat Tech Team

Published : Oct 14, 2024, 7:05 PM IST

হায়দরাবাদ:উৎসবের মরশুম মানেই নতুন কিছু ৷ বিশেষত গাড়ি বিক্রেতাদের কাছে উৎসবের মরশুমের গুরুত্ব আলাদা ৷ ক্রেতাদের আকর্ষণ করতে বেশ কিছু গাড়ির বিশেষ সংস্করণ চালু করেছে টয়োটা ৷ সম্প্রতি টয়োটা কোম্পানিটি Toyota Hyryder-এর ফেস্টিভাল লিমিটেড সংস্করণটি লঞ্চ করেছে ৷ নতুন এই মডেলের বাইরে এবং ভিতরে ডিজাইনে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ৷ Hyryder-এর বিশেষ সংস্করণ শুধুমাত্র মিড-স্পেক G এবং টপ-স্পেক V ভারসনে দেওয়া হচ্ছে ৷

ইলেকট্রিক স্কুটারে সর্বোচ্চ 25 হাজার টাকা পর্যন্ত ছাড়, কে দিচ্ছে !

Toyota Hyryder Festival Limited Edition-এর বিশেষত্ত্ব
নতুন এডিশনে 13টি অ্যাক্সেসেরিজ দেওয়া হচ্ছে Toyota Hyryder-এর সঙ্গে ৷ Hyryder-এর বিশেষ সংস্করণের সঙ্গে রয়েছে নতুন মাড ফ্ল্যাপ, ডোর ভিসার, সামনে এবং পিছনের বাম্পারে ক্রোম গার্নিশ, হেডলাইট, লোগো, বডি ক্ল্যাডিং, ফেন্ডার, বুট এবং দরজার হাতল রয়েছে। গাডির ভিতরে Hyryder Festival Limited Edition-এর 3D ফ্লোর ম্যাট, পায়ের জায়গার জন্য লাইট এবং ড্যাশ ক্যাম রয়েছে।

এক লাখি ন্যানো, প্রতিশ্রুতি রেখেছিলেন রতন টাটা

Toyota Hyryder Festival Limited Edition এ Powertrain
Toyota তার Hyryder Festival Limited Edition মাইল্ড হাইব্রিড এবং স্ট্রং হাইব্রিড দু’টি ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে ৷ মাইল্ড হাইব্রিড অপশনে 12V হাইব্রিড সিস্টেমের 1.5-লিটার পেট্রল ইঞ্জিন রয়েছে ৷ ফলে 5-স্পীড ম্যানুয়াল ও 6-স্পীড টর্ক কনভার্টার অটোমেটিক গিয়ারবক্সের সুবিধা রয়েছে ৷ Toyota Hyrider-1.5-লিটার পেট্রোল ইঞ্জিন থাকায় যা 91 bhp (শক্তি) উৎপাদন করে, এছাড়াও এতে বৈদ্যুতিক মোটরের সুুবিধা থাকায় 79 bhp (শক্তি) উৎপাদন করে।

পুজোয় বিশেষ অফার! বেশ কয়েকটি মডেলে ওয়ারেন্টি বৃদ্ধি করল হন্ডা

টয়োটার তরফে দাবি করা হয়েছে, যে Toyota Hyrider জ্বালানি সাশ্রয়ী গাড়ি ৷ যার ARAI রেটিং 27.97kpl, এর হালকা-হাইব্রিড সংস্করণও বেশ লাভজনক। পেট্রলে মাইলেজ ম্যানুয়াল গিয়ারবক্স-সহ 21.12kpl এবং স্বয়ংক্রিয় গিয়ারবক্স-সহ 20.58km (ঘণ্টায়)।

Toyota Hyryder Festival Limited Edition-এর মূল্য তথ্য অনুসারে,
এই সীমিত সংস্করণের মডেলটিতে 50,817 টাকা মূল্যের কমপ্লিমেন্টারি অ্যাকসেসরিজ দেওয়া হচ্ছে উৎসবের মরশুমে ৷ নতুন এডিশনের দাম 14.49 থেকে 20 লক্ষ টাকা (এক্স-শোরুম) এর মধ্যে।

পথ যদি না শেষ হয়, বাইক চড়লে বেশ হয়! নতুন ফিচার ও আকর্ষণীয় দামে বাজারে জাওয়া

ABOUT THE AUTHOR

...view details