হায়দরাবাদ:স্মার্টফোন এখন আর শুধু বিনোদন নয়, অত্যন্ত প্রয়োজনীয় একটি বস্তু ৷ একটু সচেতন হলেই মোবাইলফোনটিক মাধ্যমে উপার্জন করা সম্ভব ৷ মোবাইল অ্যাপস, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং ডিজিটাল মাধ্যমের সঠিক ব্যবহারে অর্থ উপার্জন করতে পারেন। আসুন জেনে নেই কীভাবে আপনি আপনার স্মার্টফোনটিকে উপার্জনের কাজে লাগাবেন ৷
1. মোবাইল অ্যাপস: অ্যাপ স্টোর এবং গুগল প্লে-এর মতো অ্যাপ স্টোরে গিয়ে নিজের জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করুন ৷ এবার যে জিনিসপত্র বিক্রি করতে চান সেগুলির বিবরণ নিজের তৈরি করা অ্যাপে দিন ৷ আপনি সেগুলি বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন। গেমিং অ্যাপ তৈরি করেও উপার্জন করতে পারেন ৷ এইগুলি সহজেই আকর্ষণ করে যেকোনও মানুষকে ৷
2. ফ্রিল্যান্স কাজ: লেখা, গ্রাফিক ডিজাইন বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করতে পারে ৷ লেখালেখির জন্য যে সব-সময় কম্পিউটার প্রয়োজন তা নয়, স্মার্টফোন থাকলেই হল ৷ লেখা-লেখি যেমন করতে পারবেন সেই রমকই, কোনও ডিজাইন তৈরি করে সেখান থেকে উপার্জন করতে পারেন ৷ সোশাল মিডিয়া প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে এই ধরনের কাজের সন্ধান করতে পারেন ৷
3. অনলাইন সমীক্ষা: আপনি Swagbucks, Survey Junkie বা Vindale Research এর মত অ্যাপের মাধ্যমে অনলাইন সমীক্ষায় অংশগ্রহণ করে নগদ উপার্জন করতে পারেন।
4. অ্যাফিলিয়েট মার্কেটিং: আপনি সোশ্যাল মিডিয়ায় ব্লগের মাধ্যমে পণ্য, বিভিন্ন পরিষেবার বিজ্ঞাপন দিয়েও উপার্জন করতে পারেন। আপনার পাঠানো লিঙ্ক যদি অপরজনকে রেফার করেন, তার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন ৷
5. পণ্যের বিপণন: অনলাইনে কোনও পণ্য বিক্রি করেও তার থেকে উপার্জন করতে পারেন ৷ আপনি বিভিন্ন পণ্য বিক্রির জন্য Amazon, eBay বা Etsy এর মতো ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। এর থেকে ভালো টাকা আয় করতে পারবেন।
6. মোবাইল বিজ্ঞাপন : আপনি Google AdMob বা অন্যান্য মোবাইল বিজ্ঞাপন নেটওয়ার্কের সাহায্যে ওয়েবসাইট বা অ্যাপে বিজ্ঞাপন দিতে পারেন কোনও পণ্যের ৷ তার মাধ্যমেও টাকা আসবে ৷