পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

বছরের শুরুতেই জেনে নিন এবার কতগুলি গ্রহণ, প্রথমটি কবে - ECLIPSES IN 2025

2025 সালে মোট চারটি গ্রহণ হতে চলেছে ৷ দু‘টি সূর্য গ্রহণ ও দু’টি চন্দ্র গ্রহণ ৷ তারমধ্যে মাত্র একটি গ্রহণ ভারত থেকে দেখা যাবে ৷

4 eclipses in 2025
সূর্যগ্রহণের একটি দৃশ্য (ইটিভি ভারত)

By ETV Bharat Tech Team

Published : Jan 1, 2025, 1:10 PM IST

হায়দরাবাদ:ইংরাজি নতুন বছর শুরু হয়ে গিয়েছে ৷এই বছরে চারটি গ্রহণের সাক্ষী থাকবে বিশ্ববাসী ৷ তা মধ্যে দুটি সূর্য ও দুটি চন্দ্র গ্রহণ হবে। তবে ভারতীয়রা একটি গ্রহণ দেখতে পাবেন ৷ এমনটাই জানিয়েছেন উজ্জয়িনীর জিওয়াজি অবজারভেটরির সুপারিনটেনডেন্ট রাজেন্দ্র প্রকাশ গুপ্ত। এবার জেনে নেওয়া যাক গ্রহণ সম্পর্কিত বিস্তারিত তথ্য ৷

বছরের শেষ দিনে মহাশূন্যে অঘটন! আকাশে আজ কালো চাঁদ

তথ্য অনুযায়ী, 2025 সালে মোট চারটি গ্রহণ হবে। এর মধ্যে দু’টি সূর্যগ্রহণ এবং দু’টি চন্দ্রগ্রহণ । তবে 2025 সালের প্রথম চন্দ্রগ্রহণ 14 মার্চ হবে । দ্বিতীয় চন্দ্র গ্রহণটি হবে 7-8 সেপ্টেম্বর ৷ প্রথম সূর্যগ্রহণ হবে 29 মার্চ ৷ শেষ সূর্যগ্রহণটি হবে 21 সেপ্টেম্বর । কেবলমাত্র দ্বিতীয় চন্দ্রগ্রহণটি ভারতে দেখা যাবে ৷ চারটি গ্রহণের মধ্যে মাত্র একটিই ভারতবাসী আংশিক দেখতে পাবেন ৷

বছরের প্রথম গ্রহণ দৃশ্যমান হবে:নতুন বছরে প্রথম চন্দ্রগ্রহণ 14 মার্চ ঘটবে। কিন্তু দিনের বেলায় হওয়ায় এটি ভারতে দেখা যাব না । তবে আমেরিকা, পশ্চিম ইউরোপ, পশ্চিম আফ্রিকা-সহ উত্তর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগরে এই গ্রহণ দৃশ্যমান হবে।

নতুন বছরের শুরুতে সূর্যগ্রহণ, ভারতে দৃশ্যমান হবে কি ?

দ্বিতীয় গ্রহণ: 2025 সালের দ্বিতীয় গ্রহণটি হল সূর্যগ্রহণ । এটি বছরের প্রথম আংশিক সূর্যগ্রহণ । এই গ্রহণ 29 মার্চ হবে । এই দৃশ্য থেকে বঞ্চিত হবেন ভারতবাসী । এই গ্রহণের প্রভাব ভারতে পড়বে না । এটি কোনও রাশিকে প্রভাবিত করবে না । এই সূর্যগ্রহণ উত্তর আমেরিকা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর আটলান্টিক মহাসাগর, সমগ্র ইউরোপ এবং উত্তর-পশ্চিম রাশিয়া থেকে দেখা যাবে ।

তৃতীয় গ্রহণ: আগামী বছরের তৃতীয় চন্দ্রগ্রহণ হচ্ছে চন্দ্রগ্রহণ। এটি 2025 সালে দ্বিতীয় চন্দ্রগ্রহণ । এটি গ্রহণ 7-8 সেপ্টেম্বর ঘটবে । এটি পূর্ণ চন্দ্রগ্রহণ । ভারতবাসী এই গ্রহণের সাক্ষী থাকতে পারবেন ৷ আন্টার্টিকা, পশ্চিম প্রশান্ত মহাসাগর, অস্ট্রেলিয়া, এশিয়া, ভারত মহাসাগর এবং ইউরোপেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে ।

চতুর্থ গ্রহন: 2025 সালের শেষটি সূর্যগ্রহণ । এটি 21-22 সেপ্টেম্বর হবে । এটি একটি আংশিক সূর্যগ্রহণ । ভারত থেকে এটা দেখা যাবে না । ফলে ক ভারতে এই সূর্যগ্রহণের প্রভাব পড়বে না । এই গ্রহণটি নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকায় দৃশ্যমান হবে। এই বছর ঘটতে চলা 4টি গ্রহণের মধ্যে কেবলমাত্র 1টি গ্রহণের সাক্ষী থাকবে ভারতবাসী ৷

সাবধান! পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিমানের সমান গ্রহাণু

ABOUT THE AUTHOR

...view details