হায়দরাবাদ, 22 জুলাই:কোয়ালকম স্ন্যাপ ড্রাগনের সর্বাধুনিক ভার্সন 8 জেন 3 চিপ সেটের সঙ্গে স্যামসাং বাজার লঞ্চ করছে গ্যালাক্সি এস-10 সিরিজ ৷ জিএসএম এরিনা (GSM Arena) থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে চলতি বছরের অক্টোবর মাসেই বাজারে আত্মপ্রকাশ করবে এই অত্যাধুনিক ট্যাব ৷
ইতিমধ্যেই ফোল্ডেবেল মোবাইল থেকে শুরু করে স্মার্টওয়াচ বাজারে এনেছে স্যামসাং ৷ এই বছরের শেষের দিকে উন্নত প্রযুক্তির ট্য়াব লঞ্চ করে টেকস্যাবিদের মধ্যে সাড়া ফলে দেবে তা বলার অপেক্ষা রাখে না ৷ জিএসএম এরিনা প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্যালাক্সির ট্যাব এস10 সিরিজ আপাতত দু’টি ভ্যারিয়েন্টে আসবে ৷ ট্যাব এস 10+ এবং আল্ট্রা মডেল ৷ নতুন এই মডেল দু’টিতে অত্য়াধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে ৷ ফলে এটি যে আধুনিক প্রজন্মের মন জয় করবে তা বলার অপেক্ষা রাখে না ৷
এক নজরে Samsung Galaxy Tab S10 Ultra series