পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

45 শতাংশেরও বেশি ডিসকাউন্টে মিলছে Samsung Galaxy S23 Ultra - SAMSUNG GALAXY S23 ULTRA PRICE

Samsung Galaxy S25 সিরিজ লঞ্চের আগে Galaxy S23 Ultra পাওয়া যাচ্ছে ব্যপক ডিসকাউন্ট । অনলাইন সাইটগুলিতে রয়েছে ব্যপক ডিসকাউন্ট ৷

samsung galaxy s23 ultra
Samsung Galaxy S23 (ছবি Samsung)

By ETV Bharat Tech Team

Published : Jan 4, 2025, 5:08 PM IST

হায়দরাবাদ:চলতি বছরের 22 জানুয়ারি লঞ্চ করতে চলেছে Samsung Galaxy S25 সিরিজ ৷ তার আগেই Galaxy S23 Ultra-র দাম ব্যপক কমে গেল ৷ অনলাইন সাইটে ব্যপক ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Galaxy S23 Ultra ৷ প্রায় 50 শতাংশের কাছাকাছি ছাড় দেওয়া হচ্ছে স্যামসাংয়ের এই ডিভাইসের উপর ৷ এছাড়া নো-কস্ট ইএমআই ও বিভিন্ন সংস্থার ক্রেডিট ও ডেবিড কার্ডে ব্যাপক ছাড় রয়েছে ৷

অ্যান্টি-রিফ্লেক্টিভ ডিসপ্লে-সহ অত্যাধুনিক ফিচার iPhone 17 সিরিজে

Samsung Galaxy S23 Ultra-তে ব্যপক ছাড়:Samsung Galaxy S23 Ultr-র 12GB ব়্যাম এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1.49 লক্ষ টাকা ৷ তবে ব্যপক ছাড়ের পর এটি Amazon-এ 79,999 টাকায় পাওয়া যাচ্ছে । সংশ্লিষ্ট অনলাইন সংস্থাটি প্রায় 47 শতাংশ ছাড় দিচ্ছে । নো কস্ট ইএমআই এবং ডিসকাউন্টের সাথে অনেক ব্যাঙ্ক অফারও পাওয়া যায়। সমস্ত অফারগুলি একসঙ্গে ব্যবহার করলে ব্যপক ছাড় পাওয়া যাবে ৷ ৷ স্যামসাংঙের ফ্ল্যাগশিপ ডিভাইসের ক্ষেত্রে এই বিপুল পরিমাণ ছাড় দেওয়া হচ্ছে ৷

প্রকাশ্যে iPhone SE 4-এর দাম, সস্তায় অ্যাপল ইন্টেলিজেন্স

Samsung Galaxy S23 Ultra-এর বৈশিষ্ট্য: Samsung Galaxy S23 Ultra-এ ফিচার রয়েছে অত্যাধুনিক । ডিভাইসটিতে রয়েছে AMOLED ডিসপ্লে । এটি 120Hz রিফ্রেশ হার সাপোর্ট করে । শক্তিশালী কর্মক্ষমতা এবং মাল্টি-টাস্কিংয়ে যাতে সমস্যা না হয় তার জন্য এটি-তে Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট ব্যবহার করা হয়েছে । এটি 12GB+256GB এবং 12GB+512GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ।

ক্যামেরা ফিচার:স্যামসাংয়েরএই মডেলে ক্যামেরা বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷ এতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ । 200MP মেন লেন্স, একটি 10MP টেলিফটো লেন্স, একটি 10MP পেরিস্কোপ ক্যামেরা এবং একটি 12MP আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে ৷ ক্যামেরা সেটআপের পশাপাশি এই ফোনটি এখনও অন্যান্য কোম্পানির ফ্ল্যাগশিপ মডেলের ডিভাইসের সঙ্গে পাল্লা দিতে পারে ৷ সাশ্রয়ী মূল্যে অত্যাধুনিক ফি চারের ডিভাইস কিনতে চাইলে এটি বেছে নেওয়া যেতে পারে ৷

আরও স্লিম Samsung Galaxy S25, ক্যামেরায় রয়েছে ALoP প্রযুক্তি

ABOUT THE AUTHOR

...view details