হায়দরাবাদ:স্যামসাং সম্প্রতি ভারতে লঞ্চ করেছে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন Samsung Galaxy A06 5G ৷ এটির বেস ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে 10,499 টাকা থেকে ৷ এই মডেলে রয়েছে 6.7 ইঞ্চি এইচডি+ ডিসপ্লে । এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট দ্বারা চালিত ৷ এক বছরের স্ক্রিন প্রোটেকশনের সুবিধা রয়েছে ৷
Samsung Galaxy A06 5G-এর স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য
Galaxy A06 5G ফোনটিতে 6.7 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে ৷ যেটির আসপেক্ট রেশিও 20:9। বাজেট ফ্রেন্ডলি A সিরিজের এই স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট রয়েছে ৷ যা 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ৷ RAM প্লাস ফিচার থাকায় RAM 12GB পর্যন্ত বাড়ানো যেতে পারে ।
Galaxy A06 5G ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ৷ যার মধ্যে 50MP-এর মেইন রিয়ার ক্যামেরা এবং 2MP-র আরও একটি ক্যামেরা রয়েছে । এটি 5,000mAh ব্যাটারি এবং 25W চার্জিং সাপোর্ট করে । হ্যান্ডসেটটি Android 15-এর অপারেটিংসিস্টেম সাপোর্টেড OneUI 7-এ ইউজার ইন্টারফেস রয়েছে । এছাড়াও, ডিভাইসটির নিরাপত্তা আপডেট-সহ চার বছরের OS আপগ্রেডের সুবিধা রয়েছে। Galaxy A06 5G ফোনটিতে IP54 ডাস্ট এবং ওয়াটার রেটিংও রয়েছে।