বিশেষ প্রজাতির শেওলা দিয়ে তৈরি হয়েছে সাগর, 29 ফেব্রুয়ারি:এবার আরও সহজেই পাওয়া যাবে অপরাধীর হাতের ছাপ ৷ ফিঙ্গার প্রিন্ট দেখে সহজেই শনাক্ত করা যাবে অপরাধীকে ৷ হরসিং গৌড় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (অপরাধবিদ্যা এবং ফরেনসিক বিজ্ঞান বিভাগের) বন্দনা বিনায়ক একটি ডায়াটম ন্যানো-ফিঙ্গারপ্রিন্ট পাউডার তৈরি করেছেন ৷ যা এক বিশেষ প্রজাতির শেওলা দিয়ে তৈরি ৷ এই বিশেষ পাউডার আঙুলের ছাপ পরীক্ষায় ব্যবহৃত অন্যান্য পাউডারের থেকে অনেকটাই সহজলভ্য ৷
ফরেনসিক পরীক্ষায় নয়া দিশা:
প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে শৈবাল ডায়াটম নিয়ে গবেষণা করছেন অধ্যাপক (অপরাধবিদ্যা এবং ফরেনসিক বিজ্ঞান বিভাগের) বন্দনা বিনায়ক ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, " শেওলা থেকে তৈরি এই বিশেষ পাউডার আঙুলের ছাপ সনাক্ত করণের ক্ষেত্রে বিশেষ ভাবে সহায়ক হবে ৷ অপরাধী শনাক্ত করণের জন্যে আঙুলের ছাপে সংগ্রহ করতে একটি বিশেষ পাউডার ব্যবহার করা হয় ৷ বর্তমানে যে রাসায়নিক পাউডার ব্যবহার করা হয় তা মানুষের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক ও বিপজ্জনক ৷"
তিনি আরও জানান, এই পদার্থটি সম্পূর্ণ নিরাপদ ও শরীরের কোনও ক্ষতি করে না ৷ আঙুলের ছাপ সংগ্রহের সময় সেটির কোনওরকম নষ্ট করে না ৷ তিনি আরও উল্লেখ করেন, "যখন আমি হরিয়ানা ফরেনসিক সায়েন্স ল্যাবে কাজ করতাম, তখন আমেরিকা, ইউরোপ এবং ফ্রান্স থেকে ফিঙ্গারপ্রিন্ট পাউডার আসত ৷ যেগুলো খুব দামি ছিল । তবে এই পাউডার দামে অত্যন্ত কম ৷ তাই একাধিকবার ব্যবহার করা যাবে ৷
ডায়াটম ন্যানো-ফিঙ্গারপ্রিন্ট পাউডার ডায়াটম ন্যানো-ফিঙ্গারপ্রিন্ট পাউডার কিভাবে কাজ করে ?
এই প্রসঙ্গেই ডঃ বন্দনা বিনায়ক জানান, ডায়াটম ল্যাবে একটি পলি লিঙ্কার দিয়ে ফ্লুরোসেন্ট ডাই এবং ডায়াটম ফ্রস্টুলস (ডায়াটোমাইট) বিক্রিয়া করে এটি বিশেষ পাউডারটি তৈরি করা হয়েছে । যেটি রাসায়নিক বিক্রিয়ার ফলে শারীরের মধ্যে আটকে যায় ৷ এরপর ফ্লুরোসেন্ট ফটোগ্রাফি ব্যবহার করে আঙ্গুলের ছাপের উচ্চ মানের ছবি তোলা যেতে পারে।
কি এই ডায়াটম:
এটি একটি বিশেষ ধরনের শেওলা থেকে এই পাউডার তৈরি করা হয়েছে ৷ এইট সাধারণত জলে পাওয়া যায় ৷ এই ছত্রাকে সিলিকা থাকে ৷ আঙুলের ছাপ সংগ্রেহর সময় যেকোনও জিনিসের উপর এই বিশেষ পাউডার জাতীয় রাসায়নিকটি দিতে আরও স্পষ্ট হয় আঙুলের ছাপ ৷ চোখে পড়ে ৷
কেন আঙুলের ছাপ সংগ্রহের সময় পাইডার ব্যবহার করা হয়:
সাধারণত খালি চোখে আঙুলের ছাপ দেখা যায় না ৷ ফরেনসিক পীক্ষার সময় আঙুলের ছাপ সংগ্রহ করতে রাসয়নিক পদার্থ ও সেলোটেপর ব্যবহার করা হয় ৷ অপরাধীর ব্যবহার করা জিনিসের উপর পাউডার ব্যবহার করে আঙুলের ছাপ সংগ্রহ করা হয় ৷
গৌড় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বন্দনা বিনায়ক কিভাবে পাউডার পুনরায় ব্যবহার করা হবে ?
ওই অধ্যাপক আরও বলেন, 'বর্তমানে যে পাউডার ব্যবহার করা হচ্ছে, সেই এক আউন্স পাউডারের দাম ছিল 4 হাজার টাকা পর্যন্ত। কিন্তু ডায়াটম ন্যানো ফিঙ্গারপ্রিন্ট পাউডারের দাম 150 টাকার বেশি নয়। সবচেয়ে ভালো এই পাউডার পুনরায় ব্যবহার করা যায় । ব্যবহৃত পাউডার নাইট্রিক অ্যাসিড দিয়ে ধুয়ে শুকিয়ে নিলে আবার ব্যবহার যোগ্য হয় । এই পাউডারটি আবিষ্কারে আরও যাঁরা উপস্থিত ছিলন, তাঁরা হলেন গবেষক ছাত্র অঙ্কেশ আহিরওয়ার, বন্দনা সিরোথিয়া, গুরপ্রীত সিং, প্রিয়াঙ্কা খান্ডেলওয়াল এবং উর্বশী সোনি পাউডার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
ডঃ বন্দনা বিনায়ক কে?
ডক্টর বন্দনা বিনায়ক দেশের ফরেনসিক সায়েন্সে একটি পরিচিত নাম । সাগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হওয়ার আগে, বন্দনা বিনায়ক হরিয়ানা ফরেনসিক সায়েন্স ল্যাবে কাজ করেছেন ৷ যেখানে তিনি 2009 সালে জম্মু ও কাশ্মীরের বিখ্যাত সোফিয়া হত্যা মামলা এবং 2013 সালে মহারাষ্ট্রের ভান্ডারায় তিন নাবালিকা বোনকে ধর্ষণ ও হত্যার ফরেনসিক তদন্ত পরিচালনা করেছিলেন। গত বছর বিশ্বের সেরা দুই বিজ্ঞানীর তালিকায় স্থান অধিকার করেছেন ডক্টর বন্দনা বিনায়ক।