পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

মাত্র 601 টাকার রিচার্জে সারা বছর আনলিমিটেড 5জি ডেটা - JIO 5G UNLIMITED DATA PLAN

বড়দিনের আগেই ধামাকা অফার Reliance Jio-র ৷ 601 টাকায় Ultimate 5G আপগ্রেড ভাউচার চালু করেছে মুকেশ অম্বানির সংস্থা। এক বছরের জন্য আনলিমিটেড ডেটা।

Etv Bharat
প্রতীকী ছবি (ছবি গেটি ইমেজ)

By ETV Bharat Tech Team

Published : Nov 29, 2024, 5:20 PM IST

মুম্বই: চলতি বছরে মোবাইল সার্ভিস প্রোভাইডার সংস্থাগুলি রিচার্জ মূল্য এর ধাক্কায় বাড়িয়ে দিয়েছে ৷ বর্তমানে মোবাইল ফোন রিচার্জ খুবই গুরুত্বপূর্ণ ৷ আর্থিক লেনদেন থেকে শুরু করে প্রায় সব ধরনের ডিজিটাল কাজের জন্য ভরসা স্মার্টফোন ৷ ডেটা রিচার্জও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিমাসে প্রয়োজনের তাগিদে ডেটা রিচার্জ করতে হয় ৷ ক্রমাগত রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি এবং ডেটার পরিমাণ কমিয়ে দেওয়ায় রিচার্জের পর সমস্যা পড়তে হয় আম জনতাকে ৷ তারই সমাধান দিল মুকেশ অংম্বানির সংস্থা রিলায়েন্স জিও । সংস্থাটি সম্প্রতি একটি নতুন ভাউচার লঞ্চ করেছে যার মূল্য 601 টাকা ৷

Jio নতুন ভাউচার লঞ্চ করল
Reliance Jio Ultimate 5G আপগ্রেড ভাউচার লঞ্চ করেছে । এর দাম 601 টাকা, যার সাহায্যে এক বছরের জন্য আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা । এর জন্য অবশ্যই কোনও বেশ প্ল্যান থাকতে হবে ৷ যারা এখনও 4জি ডেটা ব্যবহার করেন তাঁরাই এই ডেটা ভাউচার ব্যবহার করতে পারবেন ৷ এই প্ল্যানের সাহায্যে, নন-5G প্ল্যান ব্যবহারকারীরাও আনলিমিটেড 5G সংযোগের পরিষেবা পেতে সক্ষম হবেন। 601 টাকার ভাউচার সরাসরি MyJio অ্যাপ থেকে সক্রিয় করা যাবে ।

601 টাকার ভাউচারের মূল বৈশিষ্ট্য

  • সীমাহীন 5G ডেটা - নিরবচ্ছিন্ন হাইস্পিড ইন্টারনেট পরিষেবা
  • 299 টাকার প্রিপেইড প্ল্যান বা তার বেশি মূল্যের গ্রাহকরাই ব্যবহার করতে পারবেন এটি
  • এতে কেবলমাত্র ডেটা প্ল্যান ব্যবহার করা যাবে, ভয়েস কলের কোনও সুবিধা নেই
  • MyJio অ্যাপের মাধ্যমে কেনা এবং সক্রিয় করা যেতে পারে

এ যেন রাহুমুক্তি! এক ক্লিকে জব্দ স্প্যামকল ও এসএমএস

ABOUT THE AUTHOR

...view details