পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

অষ্টম বর্ষপূর্তিতে গ্রাহকের জন্য 'যাদু কি ঝাঁপ্পি' জিও-র, মিলছে 10 জিবি ফ্রি ডেটা - Reliance Jio 8th Anniversary Offer - RELIANCE JIO 8TH ANNIVERSARY OFFER

Jio Anniversary Offer: পুজোর আগেই গ্রাহকের জন্য একাধিক অফার নিয়ে হাজির রিলায়েন্স জিও ৷ সংস্থার অষ্টম বর্ষপূর্তি উপলক্ষ্যেই এই অফার ৷ তাই বিশেষ এই অফারের নাম দেওয়া হয়েছে 'জিও অ্যানিভার্সারি অফার'। জোম্যাটো গোল্ডের ফ্রি মেম্বারশিপ থেকে শুরু করে 10 জিবি ডেটা বিনামূল্যে ৷

Jio Anniversary Offer
জিও অ্যানিভার্সারি অফার (গেটি ইমেজ)

By ETV Bharat Tech Team

Published : Sep 5, 2024, 5:13 PM IST

হায়দরাবাদ:উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে জিও ৷ সংস্থার অষ্টম বর্ষপূর্তি উপলক্ষ্যে গ্রাহকদের জন্য এই বিশেষ অফার রিলায়েন্স জিও-র ৷ কোম্পানির তরফে জানানো হয়েছে, শুধুমাত্র প্রিপেড প্ল্যানের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য ৷ নতুন রিচার্জে গ্রাহকদের 700 টাকা পর্যন্ত বিশেষ অফার থাকছে ৷ বৃহস্পতিবারে এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে ৷

এদিন, রিলায়েন্স জিও তরফে জানানো হয়েছে, 'জিও অ্যানিভার্সারি অফার' কেবল মাত্র নির্বাচিত প্রিপেড প্ল্য়ানে প্রযোজ্য ৷ 899, 999 ও 3599 টাকার প্ল্যানে ব্যবহারকারীরা এই অফারের সুবিধা পাবেন ৷ এতে গ্রাহকদের 700 টাকা পর্যন্ত সাশ্রয় হবে ৷ এমনটাই উল্লেখ করা হয়েছে জিও-র তরফে ৷

Jio Brain কী এবং কীভাবে কাজ করবে ? গ্রাহকরা বাড়তি কী সুবিধা পাবেন?

  • 'জিও অ্যানিভার্সারি অফার'

অম্বানির সংস্থার তরফে উল্লেখ করা হয়েছে, জিও-র 899 টাকা, 999 টাকা এবং 3599 টাকার প্রিপেড প্ল্যান রিচার্জ করলে গ্রাহকদের 10টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন এবং 10 জিবি ডেটা দেওয়া হবে। OTT অ্যাপের সাবস্ক্রিপশন ও ডেটার মেয়াদ 28 দিন। সেইসঙ্গে Zomato-এর 3 মাসের গোল্ড মেম্বারশিপ বিনামূল্যে দেওয়া হবে। এছাড়াও, Ajio থেকে 2999 টাকার বেশি কেনাকাটা করলে, তাহলে আপনি 500 টাকার AJIO ভাউচার পাবেন।

  • অফারে বৈধতা

Jio-র বার্ষিকী অফার চলতি মাসের 10 তারিখ পর্যন্ত বৈধ ৷ এই নির্দিষ্ট সময়ের মধ্যে যেসমস্ত গ্রাহকরা সংশ্লিষ্ট প্ল্যানের রিচার্জ করবেন তাঁরা এই অফারটি পাবেন। কোম্পানির অনেক প্রিপেড রিচার্জ প্ল্যান আছে, কিন্তু Jio বার্ষিকী অফারটি শুধুমাত্র এই তিনটি রিচার্জ প্ল্যানের জন্য প্রযোজ্য হবে ৷

100 জিবি AI ক্লাউড স্টোরেজ বিনামূল্যে ! জিও ব্যবহারকারীদের বড় উপহার অম্বানির

Jio-এর একটি বিবৃতি অনুসারে, "আট বছর আগে রিলায়েন্স জিও ভারতে ব্যবসা শুরু করেছিল ৷ সাশ্রয়ী মূল্যে উচ্চ-গতির ডেটা এবং ডিজিটাল পরিষেবা প্রদানের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে ৷ বর্তমানে 490 মিলিয়নেরও বেশি গ্রাহক যুক্ত জিও পরিবারে সঙ্গে ৷ নির্বিঘ্ন সংযোগ থেকে উদ্ভাবনী ডিজিটাল পরিষেবা প্রদান করছে সংস্থাটি ৷ Jio দেশকে ডিজিটাল যুগে উন্নতি করতে সক্ষম করে চলেছে সংস্থাটি ৷"

প্রসঙ্গত, মাত্র গত সপ্তাহে, রিলায়েন্স জিও নেটফ্লিক্স সাবস্ক্রিপশন অফার আছে এমন দু’টি প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছে। উল্লেখযোগ্যভাবে, 1,099 টাকা এবং 1,499 টাকা মূল্যের দুটি Jio রিচার্জ প্ল্যান ছিল যেগুলি Netflix সাবস্ক্রিপশন বিনামূল্যে অফার করে। এই প্ল্যানগুলি এখন অফিসিয়াল Jio ওয়েবসাইটে যথাক্রমে 1,299 টাকা এবং 1,799 টাকায় দেওয়া হচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details