হায়দরাবাদ:উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে জিও ৷ সংস্থার অষ্টম বর্ষপূর্তি উপলক্ষ্যে গ্রাহকদের জন্য এই বিশেষ অফার রিলায়েন্স জিও-র ৷ কোম্পানির তরফে জানানো হয়েছে, শুধুমাত্র প্রিপেড প্ল্যানের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য ৷ নতুন রিচার্জে গ্রাহকদের 700 টাকা পর্যন্ত বিশেষ অফার থাকছে ৷ বৃহস্পতিবারে এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে ৷
এদিন, রিলায়েন্স জিও তরফে জানানো হয়েছে, 'জিও অ্যানিভার্সারি অফার' কেবল মাত্র নির্বাচিত প্রিপেড প্ল্য়ানে প্রযোজ্য ৷ 899, 999 ও 3599 টাকার প্ল্যানে ব্যবহারকারীরা এই অফারের সুবিধা পাবেন ৷ এতে গ্রাহকদের 700 টাকা পর্যন্ত সাশ্রয় হবে ৷ এমনটাই উল্লেখ করা হয়েছে জিও-র তরফে ৷
Jio Brain কী এবং কীভাবে কাজ করবে ? গ্রাহকরা বাড়তি কী সুবিধা পাবেন?
- 'জিও অ্যানিভার্সারি অফার'
অম্বানির সংস্থার তরফে উল্লেখ করা হয়েছে, জিও-র 899 টাকা, 999 টাকা এবং 3599 টাকার প্রিপেড প্ল্যান রিচার্জ করলে গ্রাহকদের 10টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন এবং 10 জিবি ডেটা দেওয়া হবে। OTT অ্যাপের সাবস্ক্রিপশন ও ডেটার মেয়াদ 28 দিন। সেইসঙ্গে Zomato-এর 3 মাসের গোল্ড মেম্বারশিপ বিনামূল্যে দেওয়া হবে। এছাড়াও, Ajio থেকে 2999 টাকার বেশি কেনাকাটা করলে, তাহলে আপনি 500 টাকার AJIO ভাউচার পাবেন।
- অফারে বৈধতা