হায়দরাবাদ:ভারতীয় বাজারে লঞ্চ করল Redmi Note 14 সিরিজ ৷ চলতি বছরের সেপ্টেম্বরে চিনে বাজারে লঞ্চ করেছিল রেডমি নোট 14 সিরিজ ৷ এবার ভারতীয় বাজারে লঞ্চ করল Redmi Note 14, Redmi Note 14 Pro, এবং Redmi Note 14 Pro+ ৷ দাম শুরু হচ্ছে 24 হাজার থেকে ৷ এই সিরিজে AI-এর সুবিধাও রয়েছে ৷ এবার জেনে নেওয়া যাক রেডমির এই সিরিজে আর কি সুবিধা রয়েছে ৷
Redmi Note 14 স্পেসিফিকেশন: Redmi Note 14-এ রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ফিচার ৷ এই সিরিজে 50MP Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা দিয়েছে কোম্পানি । এছাড়াও রয়েছে 2MP ডেপথ সেন্সর এবং 16MP সেলফি শ্যুটার । আগের সিরিজের থেকে নতুন Redmi Note 14-এর ক্যামেরার কোয়ালিটিও অনেকটাই উন্নত ৷
ভারতে এল iQOO 13, রয়েছে ইনফ্রারেড ট্রান্সমিটার ও ট্রিপল ক্যামেরা
MediaTek Dimensity 7025 Ultra SoC প্রসেসর: নতুন Redmi Note 14 সিরিজে -এ রয়েছে AI-এর সুবিধা ৷ ডিসপ্লে সাইজও আগের থেকে বেশ বড় ৷ এই সিরিজের দেওয়া হয়েছে 6.67-ইঞ্চি ফুল-HD+ AMOLED স্ক্রিন ৷ ডিসপ্লেতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট ও 2,100 নিট পিক ব্রাইটনেস ৷ এছাড়াও কর্নিং গরিলা গ্লাস রয়েছে ৷ পড়ে গেলেও কোনও ক্ষতি হবে না স্ক্রিনের ৷