পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

10 হাজারের কমে Poco-র M সিরিজে নতুন স্মার্টফোন - POCO M7 5G INDIA LAUNCH

Poco ভারতে আরও একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে । এটির আকর্ষণীয় ফিচার ও দাম সম্পর্কে ৷

poco m7 5g
poco m7 5g (ছবি Poco)

By ETV Bharat Tech Team

Published : Feb 26, 2025, 2:00 PM IST

হায়দরাবাদ:আগামী মাসে Xiaomi সাব-ব্র্যান্ড Poco লঞ্চ হতে চলেছে নতুন Poco M7 5G স্মার্টফোন । Poco M6 5G-এর সাফল্যের পর, Xiaomi তাদের অফিসিয়াল এক্স হ্যাণ্ডেলে নতুন M সিরিজের লঞ্চের কথা উল্লেখ করেছে । এই পোস্টে ফোনটির ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্য প্রকাশ করা হয়েছে । এটিতে Snapdragon 4 Gen 2 SoC চিপসেট থাকতে পারে বলে আশা করা হচ্ছে ৷ গোলাকার রিয়ার ক্যামেরা মডিউল থাকবে । এটি অনলাইন শপিং সাইটে কিনতে পাওয়া যাবে ৷

এটাই সত্য়ি! বিশ্বের সবচেয়ে পাতলা ও ফোল্ডেবল স্মার্টফোন আনল Oppo

Poco M7 5G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আগেই গুগল প্লে কনসোল ডাটাবেস এবং গ্রীকবেঞ্চ ওয়েবসাইটে Poco M7 5G স্মার্টফোন সম্পর্কে একাধিক তথ্য উল্লেখ করা হয়েছিল । সেই মতোই, মডেলটি 24108PCE2I নামে আসতে পারে বলে মনে করা হচ্ছে । তালিকা অনুসারে, হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড-14, অ্যাড্রেনো 613 জিপিইউ এবং 6 জিবি র‍্যাম থাকায় হাইপারওএস স্কিন সাপোর্ট করবে ।

সেই সঙ্গে 6.74-ইঞ্চি HD+ (720x1600 পিক্সেল) ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট, ডুয়াল ক্যামেরা মডিউল (50MP প্রধান ক্যামেরা), এবং 8MP সেলফি ক্যামেরা থাকতে পারে। এছাড়াও, ফোনটিতে 18W তারযুক্ত চার্জিং সাপোর্ট-সহ 5,000mAh ব্যাটারি থাকতে পারে । কোম্পানিটি লঞ্চ করার পর ফোনটির বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন প্রকাশ করা হবে।

সব থেকে কম দামে কোথায় পাওয়া যাবে নতুন iPhone 16e

Poco M7 5G: দাম এবং লঞ্চের তারিখ

  • POCO এই ফোনটি 3 মার্চ দুপুর 12 টায় #TheBIGShow নামক একটি লঞ্চ ইভেন্টে লঞ্চ করতে চলেছে
  • পোস্টটিতে POCO M7 5G এর পিছনের নকশাটি প্রকাশ করা হয়েছে । এটিতে একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকবে, তবে এর আগের সিরিজে মডেলটিতে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল ছিল
  • ক্যামেরা মডিউলটিতে 4টি কাটআউট রয়েছে, যার একটিতে LED টর্চলাইট রয়েছে । তবে এটি ডুয়াল না ট্রিপল ক্যামেরা-সহ আসবে তা স্পষ্ট নয়।
  • এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 SoC চিপসেটের থাকতে পারে
  • এতে 12 জিবি র‍্যাম ও 6 জিবি টার্বো র‍্যাম থাকতে পারে
  • দাম 10 হাজারেরও কম হতে পারে

গ্যালাক্সি সিরিজে এল বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন

ABOUT THE AUTHOR

...view details