পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

গভীর জলের স্মার্টফোন! ঝকঝকে ছবি উঠবে আবার নষ্ট হবে না ডিভাইস - OPPO RENO 13 SERIES

Oppo India ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন Reno 13 5G সিরিজ ৷ প্রতিবেদনে জানুন লঞ্চের তারিখ থেকে শুরু করে সমস্ত বিশেষত্ত্ব ৷

OPPO RENO 13 SERIES
Oppo Reno 13 সিরিজ Flipkart এবং Oppo এর ই-স্টোরে পাওয়া যাবে (ছবি Oppo India)

By ETV Bharat Tech Team

Published : Jan 6, 2025, 11:26 AM IST

হায়দরাবাদ:চলতি সপ্তাহে ভারতীয় বাজারে Reno 13 5G লঞ্চ করতে চলেছেOppo ইন্ডিয়া ৷ সংস্থাটি ইতিমধ্যেই আসন্ন ডিভাইসগুলির নকশা এবং রঙ প্রকাশ করেছে । Reno 13 5G-তে রয়েছে অত্যাধুনিক MediaTek Dimensity 8350 চিপসেট । বেস মডেল থেকে শুরু করে এবং প্রো মডেল উভয় সংস্করণেই AI ইমেজিং-এর সুবিধা রয়েছে ৷ এছাড়াও ধুলো এবং জল প্রতিরোধক হওয়ায় IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে । Reno 13 5G-এর প্রো ভেরিয়েন্টে 50MP টেলিফটো সেন্সরও রয়েছে ।

45 শতাংশেরও বেশি ডিসকাউন্টে মিলছে Samsung Galaxy S23 Ultra

Oppo Reno 13 5G সিরিজ:জানা গিয়েছে,Oppo Reno 13 5G সিরিজ ভারতে 9 জানুয়ারি, 2025, বিকেল 5টায় (ভারতীয় সময়) লঞ্চ করবে। এটি ফ্লিপকার্ট ও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে ৷ Oppo Reno 13 5G সিরিজের বেস মডেল 8GB ব়্যাম + 128GB স্টোরেজ এবং 8GB ব়্যাম + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে ৷ এছাড়াও আইভরি হোয়াইট এবং লুমিনাস ব্লু রঙের এই দুই বিকল্প রঙে পাওয়া Oppo Reno 13 5G ৷

পাশাপাশি, Reno 13 Pro মডেল 5G 12GB ব়্যাম + 256GB স্টোরেজ এবং 12GB ব়্যাম + 512GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে ৷ Oppo Reno 13 Pro 5G গ্রাফাইট গ্রে এবং মিস্ট ল্যাভেন্ডার এই দুই ভেরিয়েন্টে পাওয়া যাবে ৷

অ্যান্টি-রিফ্লেক্টিভ ডিসপ্লে-সহ অত্যাধুনিক ফিচার iPhone 17 সিরিজে

Oppo Reno 13 5G ক্যামেরা:Oppo-র এই সিরিজে 50MP পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা, যেটি 3.5x অপটিক্যাল জুম এবং 120x এর ডিজিটাল জুম করতে পারে । Reno 13 5G সিরিজে AI-ব্যাকড ইমেজিং বৈশিষ্ট্য থাকবে ৷ ছবি ও সেটির ব্যকগ্রাউন্ড এডিট করা যাবে সহজে ৷ ডিভাইসের কোনও ক্ষতি না করে এটি জলের নীচের সুন্দর ছবি তুলতে সক্ষম ৷

Oppo Reno 13 5G সিরিজের বৈশিষ্ট্য: Oppoইন্ডিয়ার তরফে জানানো হয়েছেOppo Reno 13 5G প্রো মডেলে সিরিজ Oppo-এর SignalBoost X1 চিপের সঙ্গে MediaTek Dimensity 8350 চিপসেট থাকবে । ধুলো এবং জল প্রতিরোধের সক্ষম ৷ হ্যান্ডসেটটিতে 80W তারযুক্ত SuperVOOC চার্জিংয়ে সাপোর্ট করে ৷ এতে রয়েছে 5,800mAh ব্যাটারি প্যাক । অন্যদিকে, Oppo Reno 13 5G বেস মডেলে একই রকম চার্জিং সাপোর্ট থাকলেও, সামান্য ছোট 5,600mAh ব্যটারি রয়েছে ৷

প্রকাশ্যে iPhone SE 4-এর দাম, সস্তায় অ্যাপল ইন্টেলিজেন্স

ABOUT THE AUTHOR

...view details