হায়দরাবাদ:চলতি সপ্তাহে ভারতীয় বাজারে Reno 13 5G লঞ্চ করতে চলেছেOppo ইন্ডিয়া ৷ সংস্থাটি ইতিমধ্যেই আসন্ন ডিভাইসগুলির নকশা এবং রঙ প্রকাশ করেছে । Reno 13 5G-তে রয়েছে অত্যাধুনিক MediaTek Dimensity 8350 চিপসেট । বেস মডেল থেকে শুরু করে এবং প্রো মডেল উভয় সংস্করণেই AI ইমেজিং-এর সুবিধা রয়েছে ৷ এছাড়াও ধুলো এবং জল প্রতিরোধক হওয়ায় IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে । Reno 13 5G-এর প্রো ভেরিয়েন্টে 50MP টেলিফটো সেন্সরও রয়েছে ।
Oppo Reno 13 5G সিরিজ:জানা গিয়েছে,Oppo Reno 13 5G সিরিজ ভারতে 9 জানুয়ারি, 2025, বিকেল 5টায় (ভারতীয় সময়) লঞ্চ করবে। এটি ফ্লিপকার্ট ও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে ৷ Oppo Reno 13 5G সিরিজের বেস মডেল 8GB ব়্যাম + 128GB স্টোরেজ এবং 8GB ব়্যাম + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে ৷ এছাড়াও আইভরি হোয়াইট এবং লুমিনাস ব্লু রঙের এই দুই বিকল্প রঙে পাওয়া Oppo Reno 13 5G ৷
পাশাপাশি, Reno 13 Pro মডেল 5G 12GB ব়্যাম + 256GB স্টোরেজ এবং 12GB ব়্যাম + 512GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে ৷ Oppo Reno 13 Pro 5G গ্রাফাইট গ্রে এবং মিস্ট ল্যাভেন্ডার এই দুই ভেরিয়েন্টে পাওয়া যাবে ৷