হায়দরাবাদ, 23 মে: আলট্রা কিন্তু কাজে বড় ৷ ছবি তোলে নিখুঁত ৷ চলতি বছরে Oppo বাজারে এনেছে ,স্মার্টফোন Oppo Find X7 Ultra ৷ নুতন এই স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে উন্নত প্রযুক্তির ক্যমেরা ৷ ফলে ছবি ওঠে একেবারে আসলের মতো ৷ স্যামসং গ্যলক্সি সিরিজ ও শাওমি আলট্রা সিরিজের সঙ্গে অনায়াসেই পাল্লা দিতে পারবে ৷ দাম শুরু হচ্ছে 71 হাজার টাকা থেকে ৷ অ্যাপেলের মতো বিশেষ নাইট ভিশন মোড থাকায় রাতের বেলাতেও ভিডিয়ো করা যাহে নিমেষেই ৷ আপাতত 3টি রঙের পাওয়া যাবে এই মোবাইল ফোন ৷ কালো, গাঢ় নীল ও হালকা খয়েরি রঙে পাওয়া যাবে এই হ্যান্ডসেট ৷
কী আছে Oppo Find X7 Ultra -তে ?
অপোর নতুন এই ফোনে আছে 4টি ক্যামেরা ৷ যেগুলি 50 মেগা পিক্সেল ৷ শুধুমাত্র ক্যামেরার গুণমানের দিক থেকে উন্নত নয় ৷ উন্নত প্রযুক্তির ব্যবহার করা হয়েছে ৷ Oppo Find X7 Ultra- মডেলের ক্যামেরাও অত্যাধুনিক প্রযুক্তির ৷ ক্যামেরা মডিউলটি মাঝে ব্যবহার করা হয়েছে ৷ এই মডিউলে আছে উন্নত প্রযুক্তির সেন্সর ৷ ফলে সেটি টেবিলে রাখলেও ফোনটি-তে ছবি ওঠে নিখুঁত ৷ দূরের বস্তুটিকেও কাছে এনে ছবি তুলতে সক্ষম এই মেবাইল ৷ OnePlus-এর মতো এই মোবাইলের সাইডেও আছে একটি বিশেষ বটম ৷ ফলে সেটি ব্যবহার করেও ছবি তোলা যায় ৷
আরও পড়ুন:
কার্ভড ডিসপ্লে (Curved Display)
Oppo Find X7 Ultra-এ ডিসপ্লে বা স্ক্রিনের ক্ষেত্রেও বিশেষ চমক আছে ৷ এটি ব্যবহার করা আরও সহজ ৷ কার্ভ ডিসপ্লে কারণে এটি তিন দিক থেকে দেখা যায় ৷ ফলে ফেস লক ব্যবহার করলে সহজেই এটি সব সময় সামনা সামনি ধরতে হয় না ৷ কোনও একটি দিক থেকে ধরলে ফেস লক খুলে যায় ৷ যা ব্যবহার করা সহজ হয় ৷ Oppo-এর এই মডেলটির সামনের দিক ও পিছন দিক দু’টি কাচের ৷ তাই দেখতেও বেশ স্টাইলিষ্ট ৷ এছাড়াও 6.82 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে ৷ ফোনের ব্রাইটনেস 4,500 ইউনিট ৷ ডলবি ভারসনের স্পিকার ব্যবহার করায় এটায় সাউন্ড কোয়ালিটও অনেকটাই উন্নত ৷