পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

জানুয়ারিতে ভারতের বাজারে লঞ্চ করছে onePlus 13 ও onePlus 13R

জানুয়ারি মাসে OnePlus তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ মডেল OnePlus 13 স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করতে চলেছে ৷ জেনে নেওয়া যাক ফ্ল্যাগশিপ এই মডেলের বিশেষত্ব ও দাম

OnePlus
OnePlus 13 ভারত লঞ্চ করতে চলেছে জানুয়ারিতে (ছবি OnePlus)

By ETV Bharat Tech Team

Published : 18 hours ago

হায়দরাবাদ:আগামী বছর অর্থাৎ 2025 সালের জানুয়ারিতে ভারতে লঞ্চ করতে চলেছে OnePlus 13। সদ্য ভারতে লঞ্চ হওয়া iQOO 13-এর সঙ্গে অনায়েসই প্রতিদ্বন্দ্বীতা করতে সক্ষম OnePlus 13 ৷ লঞ্চের আগে OnePlus 13 সম্পর্কে কিছু তথ্য ফাঁস হয়েছে । তথ্য অনুয়ায়ী এই ফ্ল্য়াগশিপ স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর দেওয়া হয়েছে ৷

OnePlus 13: লঞ্চের তারিখ

2024 সালের অক্টোবরে কেবলমাত্র চিনে লঞ্চ করেছে OnePlus 13 । 2025 সালের জানুয়ারিতে বিশ্বব্যাপী লঞ্চ হবে এই স্মার্টফোন । OnePlus 13 কোম্পানির 'R' সিরিজের স্মার্টফোন OnePlus 13R বিশ্ব বাজারে লঞ্চ করবে নতুন বছরের জানুয়ারি মাসে । OnePlus 13R স্মার্টফোনটি চিনে 'OnePlus Ace 5' নামে লঞ্চ করা হবে ।

OnePlus 13-এ কি আছে

ডিসপ্লে: OnePlus 13R ভেরিয়েন্টে রয়েছে কোয়াড-কাভার গ্লাস ৷ এতে 6.82-ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকতে থাকতে পারে । 3168x1440 রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে । জানা গিয়েছে ডলবি ভিশন এইচডিআর এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে ৷

ক্যামেরা: এই স্মার্টফোনটিতে ট্রিপল 50MP রিয়ার ক্যামেরা সিস্টেম থাকতে পারে । এছড়াও 50MP Sony LYT 808 প্রাথমিক সেন্সর, একটি 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, একটি 50MP টেলিফোটো লেন্স এবং একটি 32MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে ৷

ব্যাটারি এবং চার্জিং: এটিতে 100W দ্রুত চার্জিং সাপোর্টের সুবিধা থাকবে ৷ এতে 6000mAh ব্যাটারি থাকতে পারে । 50W ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে ৷

OnePlus 13: সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: 6.82-ইঞ্চি কোয়াড কার্ভড AMOLED, 3168x1440 রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 4500 nits পিক ব্রাইটনেস, ডলবি ভিশন HDR
  • প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট
  • ব়্যাম : 24GB LPDDR5X পর্যন্ত
  • সঞ্চয়স্থান: 1TB UFS 4.0 পর্যন্ত
  • রিয়ার ক্যামেরা: 50MP প্রাইমারি (Sony LYT 808), 50MP আল্ট্রা-ওয়াইড, 50MP টেলিফটো (3x জুম, OIS) সঙ্গে OIS
  • সামনের ক্যামেরা: 32MP
  • ব্যাটারি: 6,000mAh
  • চার্জিং: 100W তারযুক্ত, 50W ওয়্যারলেস
  • সুরক্ষা: IP68, IP69
  • প্রস্থ: 5.5 মিমি
  • ওজন: 210 গ্রাম

OnePlus 13: দাম কত হবে?

ভারতে প্রিমিয়াম OnePlus 13-এর দাম 70,000 টাকার কম হতে পারে । ভারতে OnePlus 12-এর দাম ছিল 64,999 টাকা। OnePlus 13 R ফ্ল্যাগশিপ সেগমেন্টে অন্যান্য কোম্পানির স্মার্টফোনের সঙ্গে পাল্লা দেবে ৷

আধঘণ্টায় ফুল চার্জ! ভারতে লঞ্চ করল iQOO 13, দাম কত

ABOUT THE AUTHOR

...view details