পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

শরীরে থাকা জেনারেটর জ্যাকেটে চার্জ হবে ইলেকট্রনিক্স ডিভাইস - RUN TO CHARGE YOUR PHONE

ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বিশেষ এক ধরনের সাশ্রয়ী পরিধানযোগ্য জেনারেটর তৈরি করেছেন ৷ যা দিয়ে যেকোনও ডিভাইসে চার্জ দেওয়া যায় ৷

Run To Charge Your Phone
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Tech Team

Published : Nov 25, 2024, 11:35 AM IST

হায়দরাবাদ:রাস্তায় বেরিয়ে মোবাইলে হঠাৎ চার্জ শেষ, এদিকে সঙ্গে নেই পাওয়ার ব্যাংকও ! এই সমস্যা মাথায় আকাশ ভেঙে পড়ার থেকে কম কিছু নয় ৷ এবার আর এই সেই সমস্যা ভোগ করতে হবে না ৷ তবে সঙ্গে অবশ্যই রাখতে হবে একটি জ্যাকেট ৷ যেটি পড়ে থাকলে শরীররে কম্পনে তৈরি হবে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি ৷ যার থেকে চার্জ দেওয়া যাবে ইলেকট্রনিক্স ডিভাইস ৷ শুনতে অবিশ্বাস্য হলেও, এটাই সত্যি ৷

সাবধান! পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিমানের সমান গ্রহাণু

সম্প্রতি ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি নতুন প্রযুক্তি তৈরি করেছেন ৷ যেটি শরীরে উৎপন্ন হওয়া কম্পন থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে। একে এক প্রকার জেনাটর হিসেবে উল্লেখ করেছেন তাঁরা ৷ গবেষকদের মতে ক্ষুদ্র পরিধানযোগ্য এই জেনারেটর শরীরের সামান্যতম কম্পন থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে ৷ যা ইলেকট্রনিক ডিভাইস চার্জ করতেও সক্ষম ৷ নেচার কমিউনিকেশন নামে একটি জার্মালে এক গবেষণায় এই তথ্য প্রকাশ করেছেন গবেষকরা ৷

লঞ্চ হল 2025 BMW M5, গাড়ির দাম শুনে ভিরমি খেতে পারেন যে কেউ

ইউনিভার্সিটি অফ ওয়াটারলু প্রকাশিত একটি প্রেস রিলিজ অনুসারে, ডিভাইসটি ল্যাপটপকে চার্জ করতে পারবে ৷ এমনকি জগিং কররা সময় এই জ্যাকেট পড়লে, শরীরের কম্পনে যে চার্জ উৎপন্ন হয় তার থেকে মোবাইলও চার্জ হতে পারে ৷ কোনও চাবির মতো ছোট্ট জিনিস দিয়েও চার্জ দিতে পারে ৷ আবার পার্কে জগিং করার সময় আপনার স্মার্টফোনও চার্জ দিতে পারে।

জেনারেটরের জ্যাকেট

এই জেনারেটর জ্যাকেটে থাকা পাইজোইলেকট্রিক-এর প্রভাবে শরীরে কম্পনের ফলে উৎপন্ন হবে বিদ্যুৎ ৷ এই বিশেষ জেনে একটি ঘটনা যেখানে নির্দিষ্ট উপাদান থাকায় সেটি শারীরে কম্পনের সাহায্যে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে। পাইজোইলেকট্রিক উপকরণগুলি সাধারণত বিভিন্ন সেন্সিং প্রযুক্তিতে ব্যবহার করা হয়।

হোয়াটসঅ্যাপের ভয়েস নোট সহজেই পরিণত হবে টেক্সট মেসেজে

এই প্রজেক্টের গবেষক, ডক্টর আসিফ খান যিনি ওয়াটারলুতে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন পোস্টডক্টরাল ফেলো ৷ এই বিশেষ জ্যকেটিকে 'গেম চেঞ্জার' হিসাবে বর্ণনা করেছেন ৷ উল্লেখ করেছেন, যে স্বল্প খরচে ইলেকট্রনিক্স শক্তি উৎপাদনে সক্ষম এই প্রথম কোনও ডিভাইস ৷ অভূতপূর্ব দক্ষতার সঙ্গে অন্যান্য গবেষকরা এটি তৈরি করেছেন ৷

ওয়াটারলু ইনস্টিটিউট ফর ন্যানোটেকনোলজির অধ্যাপক এবং গবেষক ডঃ দায়ান ব্যান জানান, অতীতে যেসমস্ত ইলেকট্রনিক্স জিনিস জেনেরেটর জ্যাকেটে থাকা পুরানো উপকরণগুলি ভঙ্গুর, এবং এটি অল্প পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম ৷ এই ডিভািসটি ব্যায়অনেকটাই ব্যয়বহুল ছিল ৷ বর্তমানে বিজ্ঞানীরা যে নতুন জেনারেটর জ্যাকেটি তৈরি করেছেন, সেটি আগের থেকে অনেকটাই সাশ্রয়ী ৷ নতুন এই জেনেরটর জ্যাকেট আরও শক্তি-শালী ৷ এটি বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম ৷

একাধিক আইফোনকে 'ভিনটেজ' ঘোষণা, মিলবে না খারাপ হওয়া যন্ত্রাংশ

গবেষণা দল, যার মধ্যে ওয়াটারলু এবং টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা রয়েছে, একটি পেটেন্ট দাখিল করেছে এবং একটি কানাডিয়ান কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে সহযোগিতা করছে এটির বাণিজ্যিকীকরণে ।

ABOUT THE AUTHOR

...view details