পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

গাড়িপ্রেমীদের জন্য সুখবর! বাজার কাঁপাতে এল BMW M2 কুপ - BMW M2 FACELIFT LAUNCHED IN INDIA

BMW ইন্ডিয়া সদ্য লঞ্চ করেছে আপডেটেড BMW M2 কুপ মডেল। আপডেট করা M2 মডেলে ইন্টেরিয়র থেকে এক্সটেরিয়র সবটাই পরিবর্তন করা হয়েছে ৷

2024 BMW M2
2024 BMW M2 (ছবি BMW ইন্ডিয়া)

By ETV Bharat Tech Team

Published : Nov 30, 2024, 11:32 AM IST

হায়দরাবাদ:বিলাসবহুল গাড়ি নির্মাতা BMW ইন্ডিয়া ভারতীয় বাজারে তাদের আপডেটেড BMW M2 কুপ লঞ্চ করেছে । এই গাড়িটির এক্স শোরুম মূল্য 1.03 কোটি টাকা থেকে শুরু হয়েছে । BMW এখন আপডেট করা M2- ইঞ্জিন থেকে শুরু করে ছোট নকশাতেও পরিবর্তন করা হয়েছে ৷ বর্ষশেষের বাজারে গাড়ি প্রেমীদের মধ্য়ে আলোড়োন সৃষ্টি করবে এই মডেলটি এমন মনে করছেন অনেকে ৷

2024 BMW M2 এর সাইড প্রোফাইল (ছবি BMW ইন্ডিয়া)

2024 BMW M2-এর Powertrain
BMW-এর M ডিভিশন মডেলে বেশ কিছু পরিবর্তনের মধ্যে অন্যতম হল M2-এর ইঞ্জিনের উপর আরও গুরত্ব দেওয়া হয়েছে ৷ BMW-র নতুন মডেলে টার্বোচার্জড 3.0-লিটার স্ট্রেইট সিক্স পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে । এই ইঞ্জিনটির 480hp শক্তি উৎপন্ন করার ক্ষমতা আছে ৷ যা আগের মডেলের তুলনায় 20hp বেশি । এই ইঞ্জিনটি 2,650-6,130rpm এ 600Nm টর্ক উৎপন্ন করে ৷ এক্ষেত্রেও আগের থেকে 50Nm শক্তিশালী ।

2024 BMW M2 এর সামনের প্রোফাইল (ছবি BMW ইন্ডিয়া)

BMW-র তরফে দাবি করা হয়েছে, ইঞ্জিনের শক্তি বৃদ্ধির কারণে গাড়িটির গতিবেগ বৃদ্ধি পেয়েছে ৷ নতুন অত্যাধুনিক শক্তিশালী ইঞ্জিনে 8-স্পীড টর্ক কনভার্টার ও স্বয়ংক্রিয় গিয়ারবক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে ৷ যা 6 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স মডেলগুলির থেকে গতি অনেকটাই বেশি বেড়েছে গাড়ির গতি ৷

2024 BMW M2- ব্য়াকসাইড প্রোফাইল (ছবি BMW ইন্ডিয়া)

2024 BMW M2-এর ডিজাইন
গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় 250 কিমি থাকলেও নতুন মডেলে গতিবেগ বেড়ে হয়েছে 285কিমি/ঘণ্টা। গাড়িটি নতুন মডেলগুলি তিনটি বিকল্প রঙে আনা হয়েছে ৷ নতুন BMW M2 কুপ মডেল সাও পাওলো ইয়েলো, ফায়ার রেড, পোর্টিমও ব্লু এবং স্কাইস্ক্র্যাপার গ্রে রঙে পাওয়া যাচ্ছে এছাড়াও, স্ট্যান্ডার্ড এম-এ চাকায় কালো ফিনিশ-সহ ডাবল-স্পোক ডিজাইন রয়েছে ৷ চাকার বিকল্প হিসেবে সিলভার ফিনিশিং রয়েছে ৷ এই মডেলের সামনের দিকটি 19-ইঞ্চি এবং পিছনের অংশ 20-ইঞ্চি । নতুন BMW M2-এর আভ্যন্তরীণ পরিবর্তন করা হয়েছে ৷ এতে ফ্ল্যাট-বটম স্টিয়ারিং হুইল ইনস্টল করা হয়েছে ।

2024 BMW M2 এর ইন্টেরিয়র (ছবি BMW ইন্ডিয়া)

আপডেটেড মডেলটিতে লেটেস্ট iDrive সিস্টেম ও নতুন ডিজিটাল অপারেটিং সিস্টেমের সুবিধা রয়েছে । যদিও ভারতে BMW M2-এর কোনও প্রতিদ্বন্দ্বী নেই ৷ তবে এটির আকার এবং গতিশীলতার দিক থেকে মার্সিডিজ-AMG A 45 S হ্যাচব্যাকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম ৷

উৎসবে রেকর্ড মাহিন্দ্রা থরের, অক্টোবরে বিক্রি 2 লক্ষ ইউনিট

ABOUT THE AUTHOR

...view details