হায়দরাবাদ:নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন পুর্ননবীকরণ করতে গিয়ে খোয়াতে হতে পারে ব্যাংকের সব টাকা ৷ নিশ্চয় ভবছেন এ আবার কি করে সম্ভব? ধরুন কেউ নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন রিনিউ করছেন ৷ টাকা পেমেন্ট করার পর মেসেজ এল আর্থিক লেনদেনটি ব্যর্থ হয়েছে ৷ তবে কিন্তু সাবধান ৷ একাধকি দেশের নাগরিক 'নেটফ্লিক্স সাবস্ক্রিকশন স্ক্যাম'-এ র ফাঁদে পা দিয়ে সর্বশ্রান্ত হয়েছেন ৷ ইতিমধ্যেই গ্রাহকদের সতর্ক করেছে নেটফ্লিক্স ৷ এবার তবে ব্যাপারটা খুলেই বলা যাক ৷
সংশ্লিষ্ট OTT প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয়েছে স্ক্যামাররা সর্বত্র জাল পেতে রয়েছে ৷ তারাই এই ধরনের মেজেস পাঠাচ্ছে গ্রাহকদের ৷ গ্রাহকদের ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য চুরি উদ্দেশ্য সাইবার জালিয়াতদের ৷ এই সমস্ত চুরি করা তথ্য থেকে টাকা হাতাতেই এই ফাঁদ ৷ চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়েছে এই জালিয়াতি ৷ 23টি দেশে হানা দিয়েছে এই সমস্ত স্ক্যামাররা ৷ জার্মানি, স্পেন, আমেরিকা, ফ্রান্স, গ্রিস, পর্তুগাল, অস্ট্রেলিয়া- সহ একাধিক দেশ হ্য়াকার হানার কবলে ৷ সাবস্ক্রিপশন রিনিউ-এর সময় এই ধরনের মেসেজ এলেই সাবধান হওয়ার পরমর্শ দিয়েছে ৷