পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

নতুন বছরে গাড়ি কিনতে চান, দেখে নিন কোন কোন মডেল বাজারে আসছে - UPCOMING CARS IN JANUARY 2025

2025 শুরু হয়ে গিয়েছে । ইতিমধ্যে, একাধিক কোম্পানি অত্যাধুনিক গাড়ি বাজারে লঞ্চ করেছে । প্রতিবেদনে উল্লেখ কোন কোন গাড়ি লঞ্চ করবে ৷

Cars launching in January 2025
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Tech Team

Published : Jan 1, 2025, 5:19 PM IST

হায়দরাবাদ:গাড়ি শিল্পের জন্য এক প্রকার গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে 2025 ৷ এই বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপো ৷ যেখানে থাকবে একাধিক গাড়ি ৷ এর মধ্যে পেট্রোল কার এবং ইলেকট্রিক গাড়ি কোম্পানিও রয়েছে । গ্লোবাল এক্সপোতে টাটা, মাহিন্দ্রা, মার্সিডিজ এবং মারুতি সংস্থার একাধিক গাড়ি লঞ্চ হতে চলেছে ।

ভারতে প্রথম লঞ্চ করবে Honda Elevate BEV

Hyundai Creta EV

এই বছরের 17 থেকে 22 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া অটো এক্সপো ৷ সেখানেই Hyundai Creta EV লঞ্চ হতে পারে । সূত্রের খবর, এটিতে 60 কিলোওয়াট ব্যাটারি প্যাক থাকতে পারে । বলা হচ্ছে এই ইলেকট্রিক গাড়ি একবার চার্জে 500 কিলোমিটার পর্যন্ত চলতে পারে । রিপোর্ট অনুযায়ী, এটি একটি সিঙ্গেল মোটর দিয়ে লঞ্চ করা হতে পারে।

Maruti Sujuki e Vitara

মারুতি এখনও কোনও ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেনি । কোম্পানি 2025 সালের ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপোতে তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি, ই-ভিটারা লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে ৷ এটি 49 kWh এবং 61 kWh-এর দু’টি ব্যাটারি প্যাক বিকল্পের সঙ্গে আসতে পারে । মারুতি সুজুকি ই-ভিটারায় অত্যাধুনিক বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে ৷ যার মধ্যে 360-ডিগ্রি ক্যামেরা, রিয়ারভিউ মিরর, প্যানোরামিক সানরুফ, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ডিসপ্লে-সহ একটি বড় ইনফোটেইনমেন্ট সিস্টেম ।

নতুন বছরে জি-টার্ন ফিচারের সুবিধা নিয়ে আসছে মার্সিডিজ বেঞ্জ G580

Kia Syros SUV

Kia সম্প্রতি Syros SUV লঞ্চ করেছে । গতবছরের শেষের দিকেই অটো এক্সপোতে এই গাড়ির দাম উল্লেখ করেছে । এতে রয়েছে 1.0 লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন এবং 1.5 লিটার ডিজেল ইঞ্জিন । এই গাড়িটি 6-স্পীড ম্যানুয়াল এবং 7-স্পীড ডিসিটি ইউনিট দেওয়া হয়েছে ।

Mercedes-BenzEQS 450 SUV

মার্সিডিজ-বেঞ্জ 9 জানুয়ারি ভারতীয় বাজারে তাদের নতুন ইলেকট্রিক SUV EQS SUV 450 লঞ্চ করতে চলেছে । এটি ডুয়াল ইলেকট্রিক মোটর থাকতে পারে ৷ এটিতে 17.7-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট, 360-ডিগ্রি ক্যামেরা, 5-জোন অটোমেটিক তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং অন্যান্য ফিচারের পাশাপাশি ADAS সুরক্ষা রয়েছে ।

MG Cyberster

ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপোতে এমজি সাইবারস্টার স্পোর্টস কার লঞ্চ হতে পারে । এটিতে 77kWh ব্যাটারি প্যাক থাকতে পারে, যা একবার চার্জে 510 কিলোমিটার পর্যন্ত চলতে পারে ৷ এটি একমাত্র স্পোর্টস কার যা মাত্র 3.2 সেকেন্ডে 100mph গতিতে পৌঁছাতে সক্ষম ।

ভারতে লঞ্চ করেছে Rolls-Royce Ghost Series 2, দাম শুনলে আঁতকে উঠবেন

ABOUT THE AUTHOR

...view details