হায়দরাবাদ:কাজের মাধ্যে হঠাৎ কল ৷ ফোন রিসিভ করার পরেই স্প্যাম কল জানতে পেরে অনেকেই বিরক্ত বোধ করেন ৷ এই স্প্যাম কলের সমস্যা যেন আরও বাড়ছে ৷ এমনকী অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে সাইবার প্রতারকরা প্রতারণা করছে। এই স্প্যাম কলের ফলে আর্থিক প্রতারণার শিকার হন অনেকে ৷ টেলিকম সার্বিস প্রোভাইডার জিও তাদের ব্যবহাকারীদের জন্য বিশেষ ফিচার চালু করেছে ৷ এবার থেকে এক ক্লিকে ব্লক করা যাবে স্প্যাম কল ৷
কীভাবে স্থায়ীভাবে স্প্যাম কলগুলি ব্লক করবেন (স্টেপ-1) (ইটিভি ভারত টেক টিম) হোয়াটসঅ্যাপ বিভ্রাট! কারণ ঘিরে রহস্য
Jio নেটওয়ার্ক ব্যবহারকারীরা স্থায়ীভাবে এই ধরনের স্প্যাম কল এবং মেসেজ ব্লক করতে পারেন। MYJio অ্যাপে থাকা একটি ফিচারে সাহায্যে করা যাবে এই কাজ ৷ MYJio অ্যাপের অপশনে ক্লিক করে স্ক্যাম কল ব্লক করতে পারবেন ব্যাবহারকারীরা। তারপর থেকে মোবাইলে এই ধরনের ফোন কল বা বার্তা পাবেন না।
কিভাবে স্থায়ীভাবে স্প্যাম কল ব্লক করবেন (স্টেপ-২) (ইটিভি ভারত টেক টিম) স্প্যাম কল কিভাবে ব্লক করবেন তা জানুন...
- Jio নেটওয়ার্কের গ্রাহকদের প্রথমে MY Jio অ্যাপ খুলতে হবে
- অ্যাপটি ওপেন করে একটু স্ক্রোল করলেই ডান দিকে 'More' অপশনটি সিলেক্ট করতে হবে
- সেখানেই 'Do Not Disturb' অপশন পাওয়া যাবে। এতে ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী ব্যাংকিং, রিয়েল এস্টেট, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন থেকে আসা মেসেজ এবং কল ব্লক করার অপশন পাবেন
- তারপর 'ফুললি ব্লকড' এবং 'প্রমোশনাল কমিউনিকেশন ব্লকড' অপশন চালু করতে হবে
- 'ফুললি ব্লকড' বিকল্পটি চালু করলে কোনও স্প্যাম কল বা এসএমএস আসা একে বারে বন্ধ হয়ে যাবে ।
কিভাবে স্থায়ীভাবে স্প্যাম কল ব্লক করবেন (স্টেপ-৩) (ইটিভি ভারত টেক টিম) সাবধান! পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিমানের সমান গ্রহাণু
উল্লেখ্য, ভারত সরকারের সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, ভারত প্রতিদিন 1.35 কোটি জালিয়াতি কলের তথ্য পাওয়া গিয়েছে ৷ বিভাগীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, বেশিরভাগ স্প্যাম কল দেশের বাইরের সার্ভার থেকে উৎপত্তি হয়েছে ৷ ভারত সরকার অধিকাংশ প্রতারণামূলক কল ব্লক করতে সক্ষম হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, যে আমাদের DoT জালিয়াতি সনাক্তকরণ নেটওয়ার্ক 'সঞ্চার সামথা এআই'-এর মাধ্যমে প্রতারকদের হাত থেকে প্রায় 2500 কোটি টাকা বাঁচানো গিয়েছে ৷