কেরল, 21 অগস্ট:অনলাইনে জাল লটারি বিক্রি বন্ধ করতে গুগল ও মেটাকে নোটিশ কেরল পুলিশের ৷ প্লে-স্টোর থেকেও জাল লটারির টিকিট বিক্রি করা অ্যাপগুলিকে সরিয়ে ফেলতে হবে এই মর্মে নোটিশ জারি করেছে কেরল পুলিশ ৷ পাশাপাশি ফেসবুক থেকে এই ধরনের অনলাইন লটারির বিজ্ঞাপন মুছে ফেলার জন্য মেটাকেও নোটিশ দেওয়া হয়েছে।
সম্প্রতি, কেরল পুলিশের সাইবার শাখা অনলাইন লটারি বিক্রির 60টি ভুয়ো অ্যাপের সন্ধান পেয়েছে ৷ যার মধ্যে 25টি ফেসবুক প্রোফাইল এবং 20টি ওয়েবসাইট থেকে ভুয়ো লটারির টিকিট বিক্রি হত ৷ এই প্রতারণার সঙ্গে যারা যুক্ত, তাদের খুঁজে বের করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে । গত কয়েকদিন ধরে কেরল রাজ্য লটারির নামে একটি ভুয়ো বিজ্ঞাপন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ 'মেগা মিলিয়ন লটারি' এবং 'কেরল গ্রীষ্মকালীন ধামাকা' নামে দু’টি লটারির বিজ্ঞাপন দেওয়া হয়েছে ৷ যেখানে কেরল রাজ্য লটারির নাম উল্লেখ করা হয়েছে ৷ বিজ্ঞাপনটি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে ৷ সেখানে উল্লেখ করা হয়েছে, কেরল সরকার অনলাইনে লটারির টিকিট বিক্রি শুরু করেছে ৷ টিকিটের দাম 40 টাকা ৷ 12 কোটি টাকা পর্যন্ত পুরস্কার মূল্য রয়েছে এই লটারির ৷