হায়দরাবাদ: মোবাইল রিচার্জের দাম বাড়লেও সেটি চালু রাখতে নূন্যতম রিচার্জ করতেই হবে ৷ প্রতি মাসে রিচার্জের থেকে অনেকেই এক বছরের রিচার্জ এক সঙ্গে করেন ৷ এখানে বেশ কয়েকটি রিচার্জের কথা উল্লেখ করা হয়েছে যেগুলি মাসিক রিচার্জের থেকে বেশ সস্তা ৷ Jio, Airtel, Vodafone-Idea এবং BSNL-এর মতো বেশ কিছু মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার সাশ্রয়ী মূল্যে এক বছরের প্ল্যান রয়েছে ৷
250 টাকারও কম রিচার্জেও মিলছে প্রতিদিন 1 জিবি ডেটা
Jio-এর 1899 টাকার প্ল্যান
রিলায়েন্স জিও তাদের রিচার্জের দাম বাড়ালেও এক বছরের রিচার্জ প্ল্যান বেশ সাশ্রয়ী দামে পাওয়া যায় ৷ Jio-র প্ল্যান রয়েছে যেটির দাম 1899 টাকা ৷ এই প্ল্যানের বৈধতা 336 দিন অর্থাৎ প্রায় 11 মাস। এই প্ল্যানে, ব্যবহারকারীরা আনলিমিটেড কলিং, প্রতিদিন 100টি SMS-সহ মোট 24GB ইন্টারনেট ডেটা ব্যবহারের সুযোগ পান । এছাড়াও, এই প্ল্যানের মধ্যেই ব্যবহারকারীরা JioTV, Jio Cinema এবং JioCloud-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন নিতে পারেন ।
Airtel-এর 1999 টাকার প্ল্যান
Airtel-এরও একটি সাশ্রয়ী মূল্যের প্ল্যানের রয়েছে, যেটির বৈধতা 365 দিনের ৷ এই রিচার্জের দাম 1,999 টাকা । এই প্ল্যান রিচার্জ করলে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS-সহ মোট 24GB ইন্টারনেট ডেটা ব্যবহার করেত পারবেন ব্যবহারকারীরা । এছাড়াও, এই প্ল্যানের সঙ্গে Airtel Xstream-এর সাবস্ক্রিপশন বিনামূল্যে রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা অনেকগুলি লাইভ চ্যানেল এবং OTT অ্যাপ উপভোগ করতে পারেন ।
Vi এর 1999 টাকার প্ল্যান
Vodafone- দীর্ঘমেয়াদী একটি প্রিপেড প্ল্যান এনেছে ব্যবহারকারীদের সুবিধার্থে ৷ এই রিচার্জ দাম হল 1999 টাকা। এই প্ল্যানের বৈধতাও 365 দিন অর্থাৎ এক বছর । এই প্ল্যানের রিচার্জে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS-সহ মোট 24GB ইন্টারনেট ব্যবহাররে সুবিধা রয়েছে । এছাড়াও, এই প্ল্যানে ব্যবহারকারীরা Vi Movies, Vi Apps ব্যবহারের সুবিধা পাবেন।
BSNL-এর 1198 টাকার প্ল্যান
BSNL-এর সবচেয়ে সস্তায় দীর্ঘমেয়াদী বৈধতার একটি প্ল্যান রয়েছে ৷ যার দাম 1,198 টাকা ৷ এই প্ল্যানের বৈধতা 365 দিন অর্থাৎ এক পুরো বছর। এই প্ল্যান রিচার্জে ব্যবহারকারীরা আনলিমিটেড কলিং-য়ের পাশপাশি 300 মিনিট ফ্রি পাবেন ইন্টারন্যাশনাল কলিং-এর জন্য ৷ এছাড়াও ব্যবহারকারীরা প্রতি মাসে 30টি বিনামূল্যে SMS পাবেন । এগুলি ছাড়াও ব্যবহারকারীরা এই প্ল্যানে বিনামূল্যে 3GB ডেটা পান, যেটি সারা বছর ব্যবহার করতে পারেন ।
বন্ধ হচ্ছে BSNL-এর পরিষেবা, কীভাবে 4জি সুবিধা পেতে পারেন