পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

সবচেয়ে সস্তার মাসিক প্ল্যান, মিলবে 28 দিনের আনলিমিটেড কলিং ও ডেটা - JIO RECHARGE PLAN UNDER 200

আবারও পুরনো রিচার্জ প্ল্যান চালু করল জিও । এই প্ল্যানে 28 দিনের বৈধতার সঙ্গে কলিং এবং ডেটা ব্যবহারের সুবিধা পাবেন গ্রাহকরা ৷

JIO RECHARGE PLAN
আবার চালু পুরনো রিচার্জ প্ল্যান (ছবি ফাইল ছবি)

By ETV Bharat Tech Team

Published : Feb 12, 2025, 9:50 AM IST

হায়দরাবাদ:নতুন বছরে পুরনো প্ল্যান নিয়ে হাজির রিলােন্স জিও ৷ সংস্থার নিজস্ব অ্যাপে তাদের এই প্ল্যনটির কথা উল্লেখ করেছে ৷ পুনরায় চালু হওয়া এই প্ল্যানটি My Jio অ্যাপের Value বিভাগে গেলেই দেখতে পাবেন গ্রাহকরা । এই প্ল্যানের দাম মাত্র 189 টাকা । এতে ব্যবহারকারীদের আনলিমিটেড কলিং-সহ ডেটা এবং এসএমএস ব্যবহারের সুবিধা রয়েছে । এই প্ল্যান প্রথমে চালু হলেও পরে বন্ধ হয়ে গিয়েছিল ৷ আবার এটি চালু করা হয়েছে ৷

কমল রিচার্জের খরচ, বাধ্যতামূলক নয় ইন্টারনেট প্যাক কেনা

জিওর সবচেয়ে সস্তা প্ল্যান

রিলায়েন্স জিও-র এই রিচার্জ প্ল্যানটি মাত্র 189 টাকায় মিলবে । কোম্পানিটি ভ্যালু প্যাক বিভাগে এই রিচার্জ প্ল্যানটি চালু করেছে । এবার ব্যবহারকারীরা 28 দিনের বৈধতা পাবেন। এই প্ল্যান রিচার্জ করলে 28 দিনের জন্য সীমাহীন কলিং করতে পারবেন। এছাড়াও, এই প্ল্যানে ব্যবহারকারীরা মোট 300টি SMS এবং 2GB ডেটা ব্য়াবহার করতে পারবেন।

প্রসঙ্গত, সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই সমস্ত টেলিকম কোম্পানিকে শুধুমাত্র কলিং প্ল্যান চালু করতে বলেছিল ৷ তারপরই মোবাইল সার্ভিস পরিষেবা প্রদানকারী সংস্থা জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া শুধুমাত্র কলিং প্ল্যান চালু করেছে । তারপরই জিও 189 টাকার সস্তা প্ল্যানটি ওয়েবসাইট এবং অ্যাপ থেকে সরিয়ে দিয়েছিল ৷ কিন্তু এখন কোম্পানিটি আবারও এই রিচার্জ প্ল্যানটি চালু করেছে।

অন্যান্য সুবিধা

উপরে উল্লিখিত সুবিধাগুলি ছাড়াও, এই রিচার্জ প্ল্যানে আরও কিছু সুবিধা রয়েছে ৷ জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন গ্রাহকরা ৷ উল্লেখ্য, জিও সম্প্রতি দু’টি রিচার্জ প্ল্যান চালু করেছে যেখানে কেবল ভয়েস কলিং এবং এসএমএস সুবিধা রয়েছে। এই দু’টি প্ল্যানের দাম 448 টাকা এবং 1748 টাকা।

  • 448 টাকার রিচার্জ প্ল্যানে 84 দিনের আনলিমিটেড ভয়েস কলিং, এক হাজার এসএমএস এবং জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা ।
  • 1748 টাকার প্ল্যানে 336 দিনের জন্য আনলিমিটেড কলিং, মোট 3600টি এসএমএস এবং জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

সব থেকে সস্তা এক বছরের প্রিপেইড প্ল্যান !

ABOUT THE AUTHOR

...view details