শ্রীহরিকোটা (অন্ধপ্রদেশ): প্রতিক্ষার অবসান ৷ পূর্বনির্ধারিত সময় অনুসারে বৃহস্পতিবার বিকেল 4টে 4 মিনিটে শুরু হয় ইসরোর Proba 3 মিশন ৷ পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল PSLV-C59 রকেটে মহাকাশে পাড়ি দেয় Proba 3 মহাকাশযান ৷ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চ প্যাড-1 থেকে সূর্য রহস্য অনুসন্ধানে পাড়ি দেয় Proba 3 ৷ 15 মিনিট পর PSLV -C59 থেকে আলাদা হয়ে যায় Proba 3 মহাকাশযান ৷ তারপরই ইসরোর বিজ্ঞানীরা জানান এটি উৎক্ষেপণ সফল হয়েছে ৷
এদিনের লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসরো ও ইউরোপিয় মহাকাশ গবেষণা এজেন্সি (ESA)-র বিজ্ঞানীরা ৷ এদিনের PSLV-C59 রকেটের সফল উৎক্ষেপণের পর আগামী দিনে আরও মহাকাশ মিশনের কথা বলেন তাঁরা ৷ সেই সঙ্গে ইউরোপিয় স্পেস এজেন্সি (ESA) বিজ্ঞানীদেরও ধন্যবাদ জানান ইসরোর বিজ্ঞানীরা ৷ সূর্যের রহস্য অনুসন্ধানই হল এই মিশনের উদ্দেশ্য ৷
PSLV -C59 রকেটে থাকা Proba 3 মহাকাশ যানে রয়েছে দু’টি স্যাটেলাইট করোনোগ্রাফ এবং অকাল্টার ৷ এই দু’টি স্যাটেলাইট সমস্ত তথ্য সংগ্রহ করবে সৌরজগতের ৷ করোনোগ্রাফ যা সূর্যের বাইরের অংশকে পর্যবেক্ষণ করবে, যাকে বলা হয় করোনা । এই অংশটি তাপমাত্রা 2 মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট । তাই এই অংশ পর্যবেক্ষণ করবে করোনোগ্রাফ ৷ করোনোগ্রাফ এবং অকাল্টার উপগ্রহ হিসাবে অবস্থান করবে মহাকাশে ৷ মহাকাশে অকাল্টা চাঁদের মতোই সূর্যকে ঢেকে দেবে ৷ সৃষ্টি হবে কৃত্রিম সূর্যগ্রহণ ৷ যেটি দেখতে পাবেন কেবলমাত্র বিজ্ঞানীরা ৷ করোনাগ্রাফ সেই ছবি তুলবে । সেই তথ্য সংগ্রহ করবে ইউরোপিয় স্পেস এজেন্সি (ESA) এবং ইসরোর বিজ্ঞানীরা ৷
PSLV-C59-এর Proba-3 মিশনে ব্যবহত লঞ্চ ভেহিকেল PSLV-C59-এ ব্যবহার করা হয়েছে PSLV-XL কনফিগারেশন ৷ এই নিয়ে 26 বার ব্যবহার করা হয়েছে এই প্রযুক্তি ৷ এটি ছিল ইসরোর 61তম পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল মিশন ৷ বর্তমানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র কাছে পাঁচটি PSLV আছে ৷ যার মধ্যে সবথেকে শক্তিশালী এই রকেটটি ৷ এটি শক্তি ও কার্যক্ষমতার দিক থেকে অন্যান্য পিএসএলভিকে ছাড়িয়ে গিয়েছে ৷ সাধারণ পিএসএলভি বা লঞ্চ ভেহিকেলে চারটির বুস্টার থাকে ৷ তবে অত্যাধুনিক PSLV-C59 তে রয়েছে ছয়টি বড় বুস্টার ৷ তাই এটিকেই বেছে নেওয়া হয়েছে Proba 3 মিশনের জন্য ৷
মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা, মহাকাশে পাড়ি দেবে PROBA-3