হায়দরাবাদ:স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাVivo-র সাব-ব্র্যান্ড iQOO লঞ্চ করতে চলেছে নতুন স্মার্টফোন iQOO Neo 10 ৷ এবার এই সিরিজে যোগ হল আরও দু’টি মডেল ৷ 'Neo 10' এবং 'Neo 10 Pro' নামে দুটি মডেল লঞ্চ হবে এই বছর । ভারতের বাজারে এটি 'iQOO Neo 10R' নামে লঞ্চ করা হতে পারে । ফাঁস হওয়া তথ্য অনুযায়ী এটি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হতে পারে ৷
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে, iQOO চিনে Neo 10 সিরিজের নতুন মিড-প্রিমিয়াম রেঞ্জের ফোন লঞ্চ করেছিল । IQOO Neo 10 সিরিজে Neo 10 এবং Neo 10 Pro মডেল লঞ্চ করেছে । এই সিরিজটি বিশ্বব্যাপী লঞ্চ হতে চলেছে ৷ ভারতের ক্ষেত্রে সংশ্লিষ্ট মডেলটি iQOO Neo 10R নামে লঞ্চ হবে।
জমবে লড়াই! Samsung Galaxy s25 নাকি iphone-17-air বেশি স্লিম কোনটা এবং দাম কত
কবে লঞ্চ হবে ?
টিপস্টার পারস গুগলানির এক্স হ্যান্ডেলে টুইট করেছেন, নতুন ফোনটি ভারতের বাজারে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হবে। তবে নির্দিষ্ট করে ফোনটির লঞ্চের তারিখ সেখানে উল্লেখ করেননি ৷
স্পেসিফিকেশন
ইতিমধ্যেই iQOO Neo 10R -এর বেশকিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে । ওই টিপস্টারের মতে, iQOO Neo 10R মডেলটিতে 144Hz রিফ্রেশ রেট-সহ 6.78-ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকতে পারে । যদি এটি সত্য হয় তবে Neo 10R মডেলটিতে Neo 10 এবং Neo 10 Pro মডেলের মতো স্ক্রিন থাকতে পারে ।
ফোনটি Qualcomm এর Snapdragon 8s Gen 3 চিপসেট থাকতে পারে । এদিকে, Neo 10-এর চিনা ভেরিয়েন্টটি Snapdragon 8s Gen 3 চিপসেট দ্বারা চালিত । ফোনটি দু’টি স্টোরেজ ভ্যেরিয়েন্টে পাওয়া যাচ্ছে । ফাঁস হওয়া তথ্য অনুযায়ী 8GB RAM+256GB স্টোরেজ এবং 12GB+256GB স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে । প্রাথমিকভাবে 8GB RAM এবং 128GB স্টোরেজে লঞ্চ হতে পারে iQOO Neo 10R।
এই মডেলটিতে 50 MP Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা লেন্স-সহ ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে। এতে 16 এমপি ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে বলে মনে করা হচ্ছে । পাশপাশি 80W দ্রুত চার্জিং সাপোর্টের সুবিধাও থাকতে পারে ৷ এই মডেলটিতে 6400 mAh ব্যাটারি থাকতে পারে ।
ফাঁস হওয়া টিপস্টার টুইট অনুসারে, iQOO Neo 10R-এর বেস মডেলটির দাম ভারতে 30,000 টাকার কম হতে পারে । টাইটানিয়াম এবং ব্লু হোয়াইট স্লাইস রঙে লঞ্চ করচে পারে ৷ টিপস্টারের প্রকাশিত তথ্য অনুযায়ী , iQOO Neo 10R Poco-এর X7 Pro, Motorola Edge 50 Pro এবং Nothing Phone 2A-এর দামের মতোই দাম হতে পারে ৷
এপ্রিলে লঞ্চ করতে পারে iPhone SE 4, প্রকাশ্যে ফার্স্ট লুক