পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

আগামী মাসেই বাজারে আসছে iPhone 16, অ্যাপেল ওয়াচ ও এয়ারপড - iPhone 16 - IPHONE 16

iPhone 16 Serise: আইফোন 16 সিরিজ সম্পর্কে একটি সর্বশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী, Apple 10 সেপ্টেম্বর তাদের নতুন iPhone 16 সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজে চারটি মডেল থাকবে বলে আশা করা হচ্ছে। সেইসঙ্গে কোম্পানি নতুন অ্যাপল ওয়াচ এবং নতুন এয়ারপডস মডেলও লঞ্চ করতে চলেছে।

iPhone 16 Serise
আইফোন 16 (ছবি - গেটি ইমেজ)

By ETV Bharat Tech Team

Published : Aug 26, 2024, 7:53 PM IST

হায়দরাবাদ:আইফোন প্রেমীদের জন্য সুখবর ৷ অ্যাপেলের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, Apple তাদের iPhone 16 সিরিজ লঞ্চ করতে চলেছে আগামীমাসেই। ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুসারে, চলতি বছরের 10 সেপ্টেম্বর iPhone 16 সিরিজ লঞ্চ হতে পারে ৷ এক বছর আগে iPhone 15 বাজারে এনেছিল অ্যাপেল ৷ iPhone 16 সিরিজে আরও নতুন ফিচার আছে ৷ পাশাপাশি অ্যাপেল ওয়াচ ও এয়ারপড বাজারে আনবে সংস্থাটি ৷

Apple Watch এবং AirPodsও লঞ্চ করা হবে: iPhone 16 সিরিজের লঞ্চের পাশাপাশি, Apple এই লঞ্চ ইভেন্টে নতুন সিরিজের Apple Watch এবং নতুন AirPods বাজারে আনতে পারে বলে ইঙ্গিত মিলেছে সংস্থার পক্ষে ৷ নতুন সিরিজের iPhone 16 প্রো মডেলটিতে ডিসপ্লে বড় থাকবে বলে আশা করা হচ্ছে ৷

সিরিজে চারটি মডেল অন্তর্ভুক্ত করা যেতে পারে:সংস্থা প্রকাশিত তথ্য অনুয়ায়ী, 10 সেপ্টেম্বর একটি ইভেন্টে iPhone 16 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার প্রস্তুতি চলছে । আগেই জানোনো হয়েছিল যে কোম্পানি এই বছর চারটি মডেল লঞ্চ করতে পারে ৷ যার মধ্যে iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max অন্তর্ভুক্ত থাকতে পারে।

ডেডিকেটেড ক্যাপচার বোতাম : iPhone 16 সিরিজে একটি ক্যাপচার সুইচ থাকবে ৷ যাতে দ্রুত ছবি তোলা সহজ হয় ৷ iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max মডেলগুলিরও আপগ্রেড ভার্সন থাকবে ৷ আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি 0.2-ইঞ্চি বড় ডিসপ্লে এবং ব্যাটারি লাইফ বেশি থাকবে ৷

সিরির একটি নতুন সংস্করণ উপলব্ধ হতে পারে: আইফোন 15 প্রো এবং আইফোন 15 প্রো ম্যাক্স এই বছরের শেষের দিকে আপগ্রেড করা হতে পারে । 15 সিরিজে আগে থেকেই ব্য়বহারকারীরা এআই-এর সুবিধা পাচ্ছেন ৷ iPhone 16 সিরিজে চারটি মডেলে অন-ডিভাইস এআই প্রযুক্তির পাশাপাশি সিরির একটি নতুন সংস্করণের আসতে পারে বলে সংস্থার তরফে জানানো হয়েছে । এই আপগ্রেডগুলি অ্যাপলের বিক্রি বাড়াতে সাহায্য করবে বলে আশা করছে সংস্থাটি ৷

ব্লুমবার্গ প্রকাশিত তথ্য অনুয়ায়ী, অ্যাপল শীঘ্রই নতুন এয়ারপড এবং অ্যাপল ওয়াচের মডেলও পরিবর্তন আনতে চলেছে ৷ কোম্পানির হেডসেট এবং এয়ারপডস প্রো (দ্বিতীয় প্রজন্মের) মডেলগুলির মতো নয়েজ ক্যান্সেলেশনের সুবিধা থাকবে । অন্যদিকে, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Apple Watch Series 10 এর স্ক্রিন বড় হবে ৷ বডি হবে আগের মডেলের তুলনায় পাতলা।

ABOUT THE AUTHOR

...view details