হায়দরাবাদ, 20 সেপ্টেম্বর:আইফোন প্রেমীদের কাছে আজ দিনটি নিয়ে যে উত্তেজনা তুঙ্গে থাকবে তা বলার অপেক্ষা রাখে না ৷ বিক্রি শুরুর প্রথম দিন হাতে পেতে রাত থেকে লাইনে দাঁড়িয়েছেন ক্রেতারা ৷ অনেকেই ইতিমধ্যেই ফ্লিপকার্ট ও অ্যামাজনে অর্ডার দিতে শুরু করেছে ৷ কিন্তু সেখানেও 2 দিন অপেক্ষা করতে হবে ৷ যাঁরা ভাবছেন কীভাবে আজকেই হাতে পারেন আইফোন 16 সিরিজ ৷ তাঁদের মুশকিল আসান করল বিগবাস্কেট ও ব্লিনকিট ৷ শুনতে অবাক লাগতেও সত্যি ৷ এই দুই কুইক কমার্স সেগমেন্ট সংস্থা মাত্র 10 মিনিটেই হাতে তুলে দেবে আইফোন 16 ৷
আজ থেকে বিক্রি শুরু, 21 ঘণ্টা লাইনে দাঁড়িয়ে হাতে পেলেন আইফোন 16
এই দুই সংস্থা সাধারণত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বেশি ডেলিভারি দেয় ৷ তবে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে এই সুযোগ দিচ্ছে জোমাটোর কুইক কমার্স সংস্থা ব্লিঙ্কইট এবং টাটা গ্রুপের সংস্থা বিগ বাস্কেট ৷ বেঙ্গালুরু, দিল্লি এনসিআর, মুম্বইয়ের বাসিন্দারা বিগ বাস্কেটে অর্ডার দিলে 10 মিনিটের মধ্যেই ডেলিভারি দেওয়া হচ্ছে আইফোন 16। টাটা গ্রুপের ইলেকট্রনিক রিটেল সংস্থা ক্রোমার সঙ্গে যৌথভাবে বিগ বাস্কেটও এই সুবিধা দিচ্ছে ক্রেতাদের ৷