হায়দরাবাদ:জাল তথ্যের কারণে 1.77 কোটি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চিহ্নিত করে এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে । এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ৷ এছাড়াও, চারটি টেলিকম সার্ভিস প্রোভাইডার (টিএসপি) টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) এর সহযোগিতায় বেশ কয়েকটি প্রযুক্তির ব্যবহার করা হয়েছে ভুয়ো নম্বর সনাক্তকরণের জন্য ৷ নতুন এআই প্রযুক্তির মাধ্যমে এখনও পর্যন্ত 45 লাখ প্রতারণামূলক আন্তর্জাতিক কল ব্লক করা হয়েছে । এমনটাই জানানো হয়েছে টেলিকম মন্ত্রক সূত্রে ৷
10 কোটি গাড়ি উৎপাদন করে রেকর্ড হুন্ডাইয়ের
পাশাপাশি, আরও উল্লেখ করা হয়েছে, আগামিদিনে টেলিকম সার্ভিস প্রোভাইডারে থাকা ডুপ্লিকেট কলগুলি সরানোর জন্য একটি বিশেষ সিস্টেম তৈরি করা হয়েছে । গ্রাহকদের স্বার্থে সিস্টেমটি শীঘ্রই চালু করার আশ্বাস দেওয়া হয়েছে টেলিকম মন্ত্রক ৷ আন্তর্জাতিক জাল কল সনাক্ত করতে এবং গ্রাহকের কাছে পৌঁছানোর আগে সেগুলিকে ব্লক করা হবে বলে উল্লেখ করেছে কেন্দ্র ৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে প্রায় 49,930 টি মোবাইল ফোন ব্লক করা হয়েছে।
একাকীত্বে সঙ্গী AI, এবার জেমিনির সঙ্গে 'মন কি বাত'
49,930টি মোবাইল ব্লক: এর মধ্যে, সাইবার অপরাধের হট স্পট জেলাগুলিতে 33.48 লাখ মোবাইল সংযোগ ব্লক করা হয়েছে। এসব জেলায় সাইবার অপরাধে জড়িত 49 হাজার 930টি মোবাইল ব্লক করা হয়েছে । মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, 77.61 লাখ মোবাইল সংযোগ ব্লক করা হয়েছে।সাইবার ক্রাইম বা জালিয়াতি সংক্রান্ত কাজে যুক্ত এইরকম মোট 2.29 লাখ মোবাইল ফোন ব্লক করা হয়েছে। এখনও পর্যন্ত 21.03টি হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে 12.02 লাখ ফোন খুঁজে পাওয়া গিয়েছে। ব্যাঙ্ক এবং পেমেন্ট ওয়ালেটগুলির সঙ্গে সংযুক্ত মোবাইল সংযোগগুলির প্রায় 11 লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে মন্ত্রকের তরফে ৷
হোয়াটসঅ্যাপে চাকরির টোপ, একটু ভুলে ঠাঁই হতে পারে শ্রীঘরে
প্রায় 11 লক্ষ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে। এর মধ্যে মোবাইল সংযোগের লিঙ্ক ছিল ও জাল নথিতে কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে । এখন পর্যন্ত 71,000 পয়েন্ট অফ সেল (সিম এজেন্ট) কালো তালিকাভুক্ত করা হয়েছে।