হায়দরাবাদ:ক্রেতা টানতে স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি নিত্য নতুন মোবাইল ফোন বাজারে আনছে ৷ সেইসঙ্গে যুক্ত করছে নানা ধরনের ফিচার ৷ ইতিমধ্যেই বাজারে লঞ্চ করেছে আইফোন 16 সিরিজ ৷ তারমধ্যে চিনা সংস্থা বাজারে আনল ট্রাই ফোল্ড মোবাইল ৷ নতুন এই ফোনের দাম 2 লক্ষ 35 হাজার টাকার কাছাকাছি হতে পারে (মডেল অনুসারে দাম) ৷ কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রেতাদের কথা ভেবেই তাঁরা এই ধরনের স্মার্টফোন বাজারে এসেছে ৷ এবার জেনে নেওয়া যাক এই বিশ্বের প্রথম ট্রাই ফোল্ডে স্মার্টফোনের দাম ও বৈশিষ্ট্য ৷
ভেবে দেখুন! কোনটা কিনবেন আইফোন 16 pro Max না Galaxy S24 Ultra
Huawei Mate XT
- ডিসপ্লে: 6.4 ইঞ্চি OLED
- স্ক্রিন (যখন খোলা হয়): 7.9 ইঞ্চি
- ট্রিপল স্ক্রীন ডিসপ্লে (খোলা হয়): 10.2 ইঞ্চি
- প্রসেসর: কিরিন 9 সিরিজ (Kirin 9010)
- রিয়ার ক্যামেরা: 50 এমপি
- লেন্স: 12 এমপি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল
- টেলিফটো লেন্স: 12 এমপি, 5.5 অপটিক্যাল জুম সাপোর্ট
- ফ্রন্ট ক্যামেরা: 8 এমপি
- ব্যাটারি: 5,600mAh, সিলিকন কার্বন ব্যাটারি
- 66W চার্জিং
- 50W ওয়্যারলেস চার্জিং