হায়দরাবাদ:সারা বিশ্বের কাছেজলবায়ু পরিবর্তন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷ গ্লোবাল ওয়ার্মিং প্রাকৃতিক বিপর্যয়ের পরিস্থিতি সৃষ্টি করছে ৷ চলতি বছরে একাধিক ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা বেড়েছে ৷ প্রকৃতির খামখেলায়ালিপনায় নাজেহাল জনজীবন ৷ এবার প্রকৃতির খামখেয়লির সঙ্গে টক্কর দিতে এল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ৷ শীঘ্রই আবহাওয়ার পূর্বাভাস দেবে AI ৷ তাও একদু’দিন নয় একেবারে 15 দিনের আবহাওয়ার পূর্বাভাস দেবে গুগল AI GenCast ৷
Gencast AI মডেলটি Google DeepMind, Google-এর ব্রিটিশ-আমেরিকান AI-এর মাধ্যমে তৈরি করা হয়েছে । বুধবার নেচার জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠানটি দাবি করেছে, নতুন এই মডেলটি আবহাওয়ার পূর্বাভাসের দিতে সিদ্ধহস্ত ৷ এটি বিশ্বের অন্য সমস্ত মডেলকে ছাড়িয়ে গিয়েছে । এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ থেকে রেহাই পাওয়ার সম্ভবনা বেশি ।
গবেষণার পর এক গবেষক ও ডিপমাইন্ডের সিনিয়র বিজ্ঞানী ইলান প্রাইস বলেন,"জেনকাস্ট অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তার থেকে দ্রুত কাজ করে ৷ এই এআই মডেল আরও সঠিক তথ্য প্রদান করে। যা আবাহাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরত্বপূর্ণ ৷"এই কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রসঙ্গে আর এক বিজ্ঞানী রেমি লাম জানান, গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার জেনকাস্টের এই মডেলটি আগে থেকে তৈরীর কাজ চলছিল ৷ আবহাওয়ার খবর জানার জন্য ৷
তিনি আরও বলেন, "এটি তৈরির কাজ 2023 সাল থেকে শুরু হয়েছিল ৷ এটি একসঙ্গে 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস দিতে পারে ৷ আগামী দিনে এই মডেলটির আরও উন্নতি প্রয়োজন ৷" Google-এর মতে, এটি Google Cloud TPU v5 প্রযুক্তি ব্যবহার করে মাত্র 8 মিনিটে 15 দিনের আবহাওয়ার পূর্বাভাস দিতে পারে । সুপার কম্পিউটারে এই পূর্বাভাস দিতে বেশ দীর্ঘক্ষণ ৷ এবার গুগলের AI মডেল GenCast আরও সহজ করেছে আবহাওয়াবিদদের কাজ ৷
চলতি মাসে ভারতের বাজারে আসছে Realme 14x