নয়াদিল্লি, 18 জুন: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে তর্কের শেষ নেই ৷ আর সেই তর্কবিতর্কের মাঝেই এআই-এর জগতকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে আসার রাস্তা খুলে দিস গুগল ৷ সার্চ ইঞ্জিন সংস্থা তাদের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি মোবাইল অ্যাপ লঞ্চ করল ভারতের বাজারে ৷ সেই সঙ্গে প্রযুক্তির জগতে ভারতীয়দের সামনে একটি নতুন দরজা খুলে দিল এই সংস্থা ৷ ইংরেজি ছাড়া মোট 9টি ভাষায় গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি মোবাইল অ্যাপ ব্যবহার করা যাবে ৷
আজ গুগলের সিইও সুন্দর পিচাই সোশাল মিডিয়ায় এনিয়ে একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, "আজ আমরা ভারতে জেমিনি মোবাইল অ্যাপ লঞ্চ করছি ৷ ইংরেজি এবং নয়টি ভারতীয় ভাষায় এটি পাওয়া যাবে ৷ আমরা এই স্থানীয় ভাষাগুলিকে জেমিনি অ্যাডভান্সে যুক্ত করব ৷ সঙ্গে অন্যান্য আরও কিছু ফিচার এর সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে ৷ সেই সঙ্গে ইংরেজি ভাষায় জেমিনি গুগল মেসেজ লঞ্চ করা হচ্ছে ৷"