পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

বাংলা-সহ 9টি ভাষায় লঞ্চ করল গুগলের এইআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি মোবাইল অ্যাপ - AI Assistant Gemini Mobile App - AI ASSISTANT GEMINI MOBILE APP

AI Assistant Gemini Mobile App: এআই চ্যাটজিটিপি-কে টেক্কা দিতে এবার আসরে নামল গুগল ৷ সার্চ ইঞ্জিন এই সংস্থা আজ ভারতে তাদের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি মোবাইল অ্যাপ লঞ্চ করল ৷ সংস্থার সিইও সুন্দর পিচাই আজ সোশাল মিডিয়ায় একথা জানান ৷

Gemini Mobile App
ভারতে এইআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি মোবাইল অ্যাপ লঞ্চ করল গুগল ৷ (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 18, 2024, 4:39 PM IST

নয়াদিল্লি, 18 জুন: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে তর্কের শেষ নেই ৷ আর সেই তর্কবিতর্কের মাঝেই এআই-এর জগতকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে আসার রাস্তা খুলে দিস গুগল ৷ সার্চ ইঞ্জিন সংস্থা তাদের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি মোবাইল অ্যাপ লঞ্চ করল ভারতের বাজারে ৷ সেই সঙ্গে প্রযুক্তির জগতে ভারতীয়দের সামনে একটি নতুন দরজা খুলে দিল এই সংস্থা ৷ ইংরেজি ছাড়া মোট 9টি ভাষায় গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি মোবাইল অ্যাপ ব্যবহার করা যাবে ৷

আজ গুগলের সিইও সুন্দর পিচাই সোশাল মিডিয়ায় এনিয়ে একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, "আজ আমরা ভারতে জেমিনি মোবাইল অ্যাপ লঞ্চ করছি ৷ ইংরেজি এবং নয়টি ভারতীয় ভাষায় এটি পাওয়া যাবে ৷ আমরা এই স্থানীয় ভাষাগুলিকে জেমিনি অ্যাডভান্সে যুক্ত করব ৷ সঙ্গে অন্যান্য আরও কিছু ফিচার এর সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে ৷ সেই সঙ্গে ইংরেজি ভাষায় জেমিনি গুগল মেসেজ লঞ্চ করা হচ্ছে ৷"

উল্লেখ্য, ওপেনএআই সংস্থার চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতে কয়েকদিন আগেই গুগল তাদের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি অ্যাডভান্স লঞ্চ করেছিল ৷ এবার তারই মোবাইল ভার্সন নিয়ে আসছে গুগল ৷ আগামী কয়েক সপ্তাহের মধ্যে এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি মোবাইল অ্যাপ আইওএস ও গুগল অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে ৷ এই মুহূর্তে যে জেমিনি অ্যাডভান্স রয়েছে, তার মাধ্যমে সব ধরনের তথ্য বিশ্লেষণ, ফাইল আপলোড-সহ এইআইয়ের মাধ্যমে নানান বিষয়ে অনুসন্ধান করা যায় ৷ তার সঙ্গেই এবার জুড়তে চলেছে, জেমিনি গুগল মেসেজ ৷

ভারতে সংস্থার ভাইস প্রেসিডেন্ট অমর সুব্রহ্মণ জানিয়েছেন, ভারতে যারা গুগল জেমিনি অ্যাডভান্স ব্যবহার করছেন ৷ তারা এবার থেকে জেমিনি 1.5 প্রো ব্যবহার করতে পারবে ৷ যা আরও বেশি সক্রিয় এবং অ্যাডভান্স ৷ যেখানে ইংরেজি ছাড়াও হিন্দি, বাংলা, গুজরাতি, কন্নড়, মালায়লম, মারাঠি, তামিল, তেলেগু এবং ঊর্দূ ভাষায় এর ব্যবহার করা যাবে ৷

ABOUT THE AUTHOR

...view details