পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

গুগলে যোগ হল নতুন ফিচার 'Search Without Personalization' - GOOGLE NEW FEATURE

Google একটি বৈশিষ্ট্য যোগ করেছে যা ব্যবহারকারীদের সার্চের সময় "TRY WITHOUT PERSONALIZATION" ক্লিক করে ব্যক্তিগত তথ্য উল্লেখ না করেই সার্চের সুবিধা দিচ্ছে ৷

Search Without Personalization
গুগলের নতুন ফিচার (গুগল)

By ETV Bharat Tech Team

Published : Dec 9, 2024, 12:13 PM IST

ওয়াশিংটন:ব্যবহারকারীর নিয়ন্ত্রণ এবং স্বচ্ছতা বাড়াতে গুগল চালু করেছে নতুন ফিচার ৷ যা ব্যবহারকারীদের সার্চের সময় "TRY WITHOUT PERSONALIZATION" বৈশিষ্ট্যটি অ্যাকসেপ্ট না করলেও সার্চ করার সুবিধা দেবে ৷ এই অপশনটি সাধারণত গুগলের নীচের দিকে থাকবে ৷ সম্প্রতি বিখ্যাত ওয়েব সাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে গুগলের নতুন ফিচারের কথা উল্লেখ করা হয়েছে ৷

সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ব্যবহারকারীরা প্রয়োজনীয় বিষয় সার্চ করার সময় সমস্য়ায় পড়েন ৷ দেখা যায় গুগল সার্চ ইঞ্জিনের নীচের দিকে স্ক্রল করলে ব্যক্তিগত তথ্য উল্লেখের অপশন আসে ৷ নতুন ফিচারে ব্যবহারকারীরা এই সমস্যা থেকে রেহাই পাবেন ৷ নতুন "TRY WITHOUT PERSONALIZATION" ফিচারের কারণে ব্যবহারকারী গুগল সার্চে একটি অপশন পাবেন, যেখানে উল্লেখ থাকবে, অনুসন্ধান ফলাফলের জন্য নীচে স্ক্রল করতে পারেন এবং 'TRY WITHOUT PERSONALIZATION' ৷ পছন্দমতো অপশনে ক্লিক করলেই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য গুগলে উল্লেখ করতে হবে না সার্চের সময় ৷

হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে চালু টাইপিং ইন্ডিকেটর '...'

প্রসঙ্গত, ব্যবহারকারীদের কাছে প্রতিটি সার্চের সময় লিঙ্কটিও আসবে না ৷ সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবহারকারীর কাছে একটি অপশন আসবে ৷ সেখানে উল্লেখ থাকবে সার্চের ফলাফল ব্যক্তিগত নয় ৷ তবে এই সমস্ত তথ্য অনুসন্ধানের সময় ব্যবহারকারীদের কাছে এই মেসেজ নাও আসতে পারে ৷ ব্যবহারকারীর তথ্য অনুসন্ধানের উপর নির্ভর করে 'TRY WITHOUT PERSONALIZATION'এই বার্তাটি আসবে ৷

দ্য ভার্জ রিপোর্ট অনুসারে, এই প্রসঙ্গে গুগলের মুখপাত্র নেড অ্যাড্রিয়ানস জানান, গুগলের নতুন এই সুবিধার ব্যবহারকারীদের সার্চ করা আরও সহজ করে তুলবে তা নিয়ে তিনি আশাবাদী ৷ তাঁর কথায়, "নতুন এই ফিচারটির ফলে নাগরিকরা জানতে পারবেন তাঁদের ফলাফল ও ব্যক্তিগত তথ্য নথিভুক্ত হচ্ছে কি না ৷ কোনওরকম ব্যক্তিগত তথ্য প্রদান ছাড়া সহজেই নাগরিকরা প্রয়োজনীয় বিষয় সার্চ করতে পারবেন ৷

সেরা 'বিজ্ঞান নগরী' খেতাব জিতল 'কল্লোলিনী তিলোত্তমা'

তিনি আরও উল্লেখ করেন, "গুগল ব্যবহারকারীদের সবসময়েই পছন্দমতো সেটিং বেছে নেওয়ার পরামর্শ দেয় ৷ নতুন আপডেট আসার আগেও ব্যবহারকারীরা সার্চের সময় URL এর শেষে একটি বিশেষ প্যারামিটার ("&pws=0") যোগ করে বা তাদের Google অ্যাকাউন্টে একটি সেটিং যোগ করার সুবিধা পেতেন ৷ সেগুলি সাধারণ ফলাফল হিসেবে অ্যাক্সেস করতে পারতেন ।

যাইহোক, এই নতুন অপশনটি সরাসরি ব্যবহার করতে পারবেন নাগরিকরা ৷ তাঁদের সুবিধার্থে গুগল এই নতুন ফিচার যোগ করেছে ৷ ফলে গুগলে কোনও কিছু সার্চের সময় সহজেই 'ব্যক্তিগত কারণ ছাড়া চেষ্টা করুন' লিঙ্কতে ক্লিক করে ব্যক্তিগত তথ্য প্রদান থেকে বিরত থাকবেন ৷ একবার এই অপশনটি বেছে নিলে সেটি সেটিংস-এ অপরিবর্তিত থাকবে ৷

টানা দু‘সপ্তাহের আবহাওয়ার খবর জানাবে AI GenCast

ABOUT THE AUTHOR

...view details