ধারওয়াড় (কর্নাটক):অবিশ্বাস্য হলেও সত্যি? ফলের মাছি (Fruit flies) মহাকাশে উড়বে? যার বৈজ্ঞানিক নাম 'ড্রোসোফিলা মেলানোগাস্টার' ৷ এই মাছিগুলি আগামী বছর ইসরো-র বহু প্রতীক্ষিত 'গগনযান' মিশনের একটি পরীক্ষায় ব্যবহার করা হবে। কর্ণাটকের ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল সায়েন্স(ইউএএস)-এর বায়োটেকনোলজি বিভাগের সদস্যরা এই মাছিগুলোকে তৈরি করেছেন ৷
সূত্র অনুসারে, 15টি মাছির একটি কিট গগনযান মহাকাশযানে থাকবে ৷ এই মাছিগুলি মহাকাশচারীদের শরীরে কিডনিতে হওয়া স্টোনের আকার নির্ধারণ করতে সক্ষম হবে ৷ দেখা গিয়েছে কিডনিতে পাথর মহাকাশচারীদের মধ্যে একটি সাধারণ সমস্যা। এই মাছিগুলির মধ্যে কোনও পরবর্তন আসে কি না সেদিকেও লক্ষ্য রাখবেন বিজ্ঞানীরা ৷ ইউএএস বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রবি কুমার হোসামানি বলেন, "পরীক্ষাটি চিকিৎসা পদ্ধতি আবিষ্কারে কার্যকর হবে, বিশেষ করে ভারতীয় মহাকাশচারীদের জন্য।"
গগনযানে থাকবে মাছি:গগনযানে একটি বিশেষ কিট থাকবে ৷ এই কিটে এই মাছিগুলিকে পাঠানো হবে ৷ সেগুলি বিশেষভাবে তৈরি করা হবে ৷ কিটগুলি অক্সিজেন পূর্ণ এবং ভিতরে সুজি ও গুড় মিশিয়ে এক ধরনের মন্ড তৈরি করা হবে মাছির খাবারের জন্য। হোসামানি আরও বলেন, "এই মাছিগুলিকে সোডিয়াম অক্সালেট (NaOx), ইথিল গ্লাইকল (EG) এবং হাইড্রক্সি এল প্রোলিন (HLP) খাওয়াব ৷ যাতে মাছি গুলি 3-4 দিনের মধ্যে কিডনিতে পাথর তৈরি করতে পারে।"