নয়াদিল্লি:শীতকালের ঘন কুয়াশায় ব্যপক ভাবে সমস্যা সৃষ্টি করে বিমান চলাচলে ৷ কুয়াশার কারণে বাতিল হয় বিমান পরিষেবা ৷ বিশেষত নভেম্বর-ডিসেম্বর মাসে শীত আসার আগের সময়ে সব থেকে বেশি কুয়াশা দেখা যায় ৷ কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকে ৷ যা বিমান চলাচলের জন্য সব থেকে বেশি ক্ষতিকারক ৷ এই সমস্যা কীভাবে এড়ানো যা তা নিয়ে অ্যাভিয়েশন এক্সপার্ট সুবাস গোয়ালের সঙ্গে কথা বললেন ইটিভি ভারতের সুরভী গুপ্ত ৷
প্রযুক্তিগত সমস্যায় হঠাৎ বিমান বাতিল, কীভাবে ফেরত পাবেন টাকা ?
ঘন কুয়াশার মধ্যে কীভাবে নির্বিঘ্ণে বিমান চলাচল প্রসঙ্গেই অ্যাভিয়েশন এক্সপার্ট সুবাস গোয়ালে জানান, বর্তমানে প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে ৷ তবে কুয়াশা ও দূষণের কারণে দৃশ্যমানতা কমে গেলে বেশ সমস্যার সৃষ্টি হয় ৷ ভারতবর্ষের প্রতিটি বিমানবন্দরে ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (ILS) রয়েছে ৷ আগে II ক্যাটাগরি ILS ব্যবহার করা হত, বর্তমানে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ক্যাটাগরি IIIb ILS ব্যবহার করা হয়েছে ৷ যেটা দেশের সবচেয়ে উন্নত ল্যান্ডিং সিস্টেমগুলির মধ্যে অন্যতম ।
যাত্রী নিরাপত্তার স্বার্থে এবার বিমান বন্দরের গ্রাউন্ড লেভেল নতুন নিয়ম
বিমান পরিষেবা প্রসঙ্গেই তিনি উল্লেখ করেন, পাইলট থাকলেও ফ্লাইটগুলি কম্পিউটারদ্বারা পরিচলিত হয় ৷ তবে বিমান পরিষেবা বিঘ্নিত হলে যাত্রীদের ভালোভাবেই সামলে দেন বিমানবন্দরের কর্মীরা ৷ যাত্রীদের থাকার ব্যবস্থা রয়েছে ৷ তিনি আরও উল্লেখ করেন, প্রতি 5 মিনিট অন্তর বিমান বন্দরে ঘোষণা করা হয় বিমান চলাচল সম্পর্কিত ৷ এছড়া প্রতি বিমানবন্দরের যোগাযোগ নম্বর থাকে যাত্রীদের কাছে ৷ তাই বিমান চলাচলের পরিস্থিতি সম্পর্কেও জানতে পারেন ৷ সমস্যা এড়াতে যাত্রীদের 3 ঘণ্টা আগে বিমান বন্দরে পৌঁছনের পরামর্শ দেওয়া হয় ৷
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জের, ইজরায়েলে সাময়িক বিমান পরিষেবা বন্ধ রাখতে চলেছে ভারত
তিনি আরও বলেন, "আন্তর্জাতিক বিমান চলাচলের নিয়মানুযায়ী, ঘন কুয়াশা ফ্লাইট পরিষেবাকে প্রভাবিত করতে পারে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তির অগ্রগতির কারণে এই সমস্যা অনেকটাই কমেছে ৷ মাত্র কয়েক সপ্তাহ আগে, II ক্যাটাগরি ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বাস্তবায়নের আগে, কুয়াশার কারণে একাধিক বিমান পরিষেবা বাতিল হয়েছে ৷" নতুন পদ্ধতি সঠিক আবহাওয়ার পূর্বাভাস, এয়ার ট্রাফিক কন্ট্রোল সম্ভাব্য কুয়াশা-সম্পর্কিত সমস্যাগুলির পূর্বাভাস দিতে পারে ৷ সেই অনুযায়ী বিমানের সময়সূচি নির্ধারণ করা হয় ৷ কুয়াশা ও কম দৃশ্য়মানতায় দুর্ঘটনা এড়াতে ও পরিষেবা জারি রাখতেই এই ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ব্যবহার করা হয়েছে ৷