হায়দরাবাদ, 21 অগস্ট: দেশে তৈরি হতে চলেছে ইলেট্রিক ভেহিকেল বা বৈদ্যুতিক গাড়ির চার্জার ৷ চেন্নাই ইন্সটিটিউট অফ টেকনোলজির (IIT) স্টার্টআপ সংস্থা প্লাগজমার্ট (Plugzmart)-এর তৈরি বৈদ্যুতিক গাড়ির চার্জারে শংসাপত্র দিল ভারতের অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন ৷ 60 কিলোওয়াটের ডিসি (ডাইরেক্ট কারেন্ট) চার্জারটি দ্রুত বৈদ্যুতিক গাড়িতে চার্জ দিতে সক্ষম ৷ নিরাপত্তা জনিত সমস্তদিক খতিয়ে দেখে ভারত অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন শংসাপত্র দিয়েছে (এটি কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রকের সঙ্গে যুক্ত একটি সংস্থা) ৷ আইআইটি-র তৈরি এই চার্জার আগামীতে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের প্রবণতা আরও বৃদ্ধি করবে বলে মনে করছে স্টার্টআপ সংস্থা প্লাগজমার্ট ৷
- ফার্স্ট চার্জিং ডিসি চার্জার
উল্লেখ্য়, পেট্রল খরচ বাঁচাতে এবং পরিবেশকে দূষণমুক্ত করতে ইলেট্রিক ভেহিকেল বা বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের চাহিদা বাড়ছে ৷ চেন্নাই আইআইটি-র উদ্যোগে তৈরি ইলেকট্রিক চার্জারে সরকারি ছাড়পত্র মেলায় বৈদ্য়ুতিক গাড়ি ব্যবহারকারীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে বলে মনে করছে বিশেষজ্ঞমহল ৷ চার্জার প্রস্তুতকারী স্টার্টআপ সংস্থা Plugzmart-র এই চার্জারটি ডিসি হলেও, সেটি গাড়ির কোনও ক্ষতি করবে না ৷ দ্রুত চার্জ করতেও সক্ষম হবে ৷ প্রসঙ্গত, বাস্তুতন্ত্র রক্ষা ও পরিবেশ দূষণ রোধে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বৈদ্যুতিক গাড়ির ৷ পেট্রল-ডিজেল চালিত গাড়ির থেকে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের জন্য নাগরিকদের উদ্বুদ্ধ করা হচ্ছে ৷ মেট্রো শহরগুলিতে সরকারি ও বেসরকারি উদ্যোগে চার্জিং স্টেশন বসানো হচ্ছে ৷
- চার্জার প্রস্তুতকারী সংস্থা Plugzmart
প্লাগজমার্টের সহ-প্রতিষ্ঠাতা রাগবেন্দ্র রবিচন্দ্রন বলেন, "প্লাগজমার্ট সমস্ত ইভি চার্জিং-সম্পর্কিত পণ্য এবং সফ্টওয়্যার পরিষেবাগুলির জন্য একটি ওয়ান-স্টপ শপ ৷" বর্তমানে, Plugzmart তাদের নিজস্ব কন্ট্রোলার এবং পিএলসি মডিউল ব্য়বহার করে ফার্স্ট ডিসি চার্জার ব্যবহার করেছে ৷ আগামিদিনে ইলেকট্রিক গাড়ির চার্জিং-এর প্রয়োজনীয় পণ্য ও সফ্টওয়্যার সমস্যা সমাধানেও বিশেষ গুরুত্ব দেবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে ৷