হায়দরাবাদ:OpenAI তার ব্যবহারকারীদের জন্য WhatsApp-এ AI চ্যাটবট, ChatGPT-র নতুন আপগ্রেড ভার্সন চালু করেছে । গত বছর অর্থাৎ 2024 সালের ডিসেম্বরে, কোম্পানি চ্যাটবটের জন্য একটি অফিসিয়াল ফোন নম্বর চালু করেছিল, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফোনে WhatsApp-এ ChatGPT অ্যাক্সেস করতে পারে । নতুন আপডেটে AI চ্যাটবট ইমেজ এবং অডিয়ো বার্তা ইনপুট সাপোর্ট করবে হোয়াটঅ্যাপে ৷
সাবধান! হোয়াটঅ্যাপে স্পাইওয়্যার হামালার সতর্কতা 24টি দেশে
হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি
এখনও পর্যন্ত, হোয়াটসঅ্যাপে ChatGPT শুধুমাত্র টেক্সট মেসেজ সাপোর্ট করে । যদিও ইমেজ জেনারেশন এবং এখনও পর্যন্ত দ্বিমুখী ভয়েস কথোপকথন সম্ভব নয় ৷ অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শীঘ্রই পরিবর্তন করা হবে। প্রতিবেদন অনুসারে, হোয়াটসঅ্যাপে AI চ্যাটবট ইমেজ এবং ভয়েস মেসেজ ইনপুট ফিচার আপাতত সাপোর্ট করবে ৷ নতুন এই আপডেটে ব্যবহারকারীরা মেটা-মালিকানাধীন মেসেজিং অ্যাপ্লিকেশনের সহায্যে সহজেই চ্যাটবটের সঙ্গে যুক্ত হতে পারবেন ।
ইমেজ প্রসেসিং সুবিধা থাকায় ChatGPT ব্যবহারকারীরা এবার যেকোনও ছবি সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন ৷ এমনকি তাদের কাজের মূল্যায়নও করতে পারবেন। ব্যবহারকারীরা AI- ভিস্যুয়ালের সাহায্যে তথ্য পাবেন, সেইসঙ্গে কম্পিউটার ভিশন ব্যবহার করে ব্যবহারকারীর সমস্ত প্রশ্নের উত্তর দেবে । ব্যবহারকারী যদি প্রশ্ন করার পর সেটি উত্তর আর জানতে না চান তবে, সেটি জিপিটি সেই প্রশ্নটি এড়িয়ে যাবে ৷
ইন্টাগ্রামের মতো হোয়াটসঅ্যাপেও যোগ করা যাবে মিউজিক নোট
ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, OpenAI তার ব্যবহারকারীদের WhatsApp-এ অ্যাক্সেস করার সময় ChatGPT অ্যাকাউন্টে সাইন ইন করার সুবিধা দিতে পারে । এটি ব্যবহারকারীদের একই অ্যাকাউন্ট ব্যবহার করে ChatGPT অ্যাপ বা ওয়েব ক্লায়েন্টের সঙ্গে চ্যাট সিঙ্ক্রোনাইজ করার অনুমতি দেবে।
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে মাসে সান ফ্রান্সিসকো-ভিত্তিক AI জায়ান্ট চ্যাটজিপিটির জন্য একটি ফোন নম্বর (+1-800-242-8478) ঘোষণা করেছিল ৷ এই নম্বর সেভ করে হোয়াটসঅ্যাপে এআই চ্যাটবটের সঙ্গে কথা বলতে পারবেন ব্যবহারকারীরা । কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা তাদের স্মার্টফোন বা ফিচার ফোনের মাধ্যমে চ্যাটবটের সঙ্গে সরাসরি কথা বলতে নম্বরটি ডায়াল করতে পারেন ।
চ্যাট জিপিটি, জেমিনি নয় বিশ্ব কাঁপাচ্ছে চাইনিজ AI মডেল ডিপসিক !