পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Tech Team

Published : 5 hours ago

ETV Bharat / technology

কমবে বৈদ্যুতিক গাড়ির দাম! কেন্দ্রের বরাদ্দ 10 হাজার কোটি - PM E Drive Scheme

EV Incentive: বৈদ্যুতিক যানবাহন উৎপাদন ও সেটির ব্যবহার বাড়াতে কেন্দ্র সরকারের তরফে বেশ কিছু স্কিম ঘোষণা করা হয়েছে ৷ কেন্দ্রীয় সরকার নতুন 'পিএম ই-ড্রাইভ' প্রকল্প চালু হয়েছে বৈদুতিক যানবাহন শিল্পে গতি আনতে ৷ এই প্রকল্পের জন্য 10,900 কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে ৷

EV Incentive
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

হায়দরাবাদ:দূষণ কমাতে এবং জ্বালানি সাশ্রয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ বৈদ্যুতিক গাড়ি উৎপাদন ও ব্যবহারে উৎসাহ দিচ্ছে ৷ পুরনো গাড়ি বদলে বৈদ্য়ুতিক গাড়ি নিলে একাধিক ছাড়ের ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ কেন্দ্রীয় সরকার 10,900 কোটি টাকা ($1.3 বিলিয়ন) ইনসেনটিভ (PM E-DRIVE) স্কিম চালু করেছে বৈদ্যুতিক যানবাহন (EVs) শিল্পকে চাঙ্গা করতে ৷ এক নজরে দেখে নেওয়া যাক, কেন্দ্রেরহ তরফে কোন কোন প্রকল্প ঘোষণা করা হয়েছে ৷

21 হাজার থেকে বুকিং শুরু মাহিন্দ্রা থর রক্সের নতুন মডেলের

1. পিএম ই-ড্রাইভ কি:

  • কেন্দ্রীয় সরকারের বৈদ্যুতিক গাড়ি সম্পর্কিত প্রকল্পটির নাম প্রধানমন্ত্রী ই-ড্রাইভ আধুনিক যানবাহন উন্নয়ন প্রকল্প (পিএম ই-ড্রাইভ)।
  • বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বৃদ্ধি ও পরিকাঠমোর উন্নয়ন ৷

2. বৈদ্যুতিক গাড়িতে ভর্তুকি:

এই প্রকল্পে বৈদ্যুতিক গাড়ির জন্য 3,679 কোটি টাকা ভর্তুকি প্রদানের ঘোষণা করা হয়েছে ।

  • বৈদ্যুতিক বাইক ও স্কুটি
  • বৈদ্যুতিক তিন চাকার গাড়ি
  • বৈদ্যুতিক অ্যাম্বুলেন্স
  • বৈদ্যুতিক ভারী যানবাহন

শুধুমাত্র বৈদ্যুতিক জরুরি যানবাহন ব্যবহারে উৎসাহ বৃদ্ধি ও উৎপাদন দু‘টি ক্ষেত্রেই 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একইভাবে, 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পুরানো ভারী যান স্ক্র্যাপ করার জন্য। গাড়ির শিল্পের উন্নয়নে কেন্দ্রের এই পদক্ষেপ আগামিদিনে এই শিল্পে আরও গতি আনবে ৷

বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন (ইটিভি ভারত)

মাসে 300 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে, কীভাবে আবেদন করবেন ?

3. গণপরিবহণে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার

কেবলমাত্র ব্যক্তিগত ক্ষেত্রে বৈদ্যুতিক যানবাহন ব্যবহার নয়, গণপরিবহণের ক্ষেত্রেও যাতে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার করা হয় সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সকারের তরফে ৷ পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহণের ক্ষেত্রেও যাতে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার হয় তার জন্য 4,391 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে ৷ আগামিদিনে 14,028টি নতুন ইলেকট্রিক বাস চালানোর পরিকল্পনা আছে বলে জানানো হয়েছে ৷

4. বৈদ্যুতিক যানবাহন ব্যবহার বৃদ্ধি

সরকারি হিসেব অনুযায়ী বর্তমানে বিক্রি হওয়া মোট 4.2 লাখ গাড়ির মধ্যে 2 শতাংশেরও কম ইলেকট্রিক গাড়ি বিক্রি হয় ৷ 2030 সালের মধ্যে এই বিক্রি 30 শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বৃদ্ধিতে চার্জিং স্টেশন বৃ্দ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ৷ বৈদ্যুতিক চার্জিং স্টেশন (ইভি চার্জিং স্টেশন) এবং নতুন বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে ৷

চলতি মাসেই লঞ্চ করতে চলেছে রেডমির 14 সিরিজ

5. যানবাহনের বর্জ্য ব্যবস্থাপনা

এই প্রসঙ্গেই কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি জানান, স্ক্র্যাপ যানবাহন থেকে যাতে দূষণ না ছড়ায় সেই দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷ রাস্তা থেকে দূষণকারী যানবাহন অপসারণ করতে এবং নির্মাণ সংস্থাগুলিকে নতুন বৈদ্যুতিক গাড়ির বিক্রয় 18 থেকে 20% বৃদ্ধি করতেও উৎসাহ দিয়েছেন ৷ প্রধানমন্ত্রীর ই-ড্রাইভ প্রকল্পটিকে সবুজ জ্বালানি এবং বৈদ্যুতিক পরিবহণ ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাওযার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানো এবং এর মাধ্যমে দূষণ কমানোই উদ্দেশ্য ৷

ABOUT THE AUTHOR

...view details