পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Tech Team

Published : Sep 2, 2024, 4:39 PM IST

ETV Bharat / technology

বিল মেটাতে মোবাইল নয়, স্মার্টওয়াচের 'tap and pay' অপশনে এক নিমেষে পেমেন্ট - BOAT SMART WATCHES

boAt Smart Watch: ক্রেডিট-ডেবিট কার্ড নয়, স্মার্টওয়াচের 'tap and pay' অপশনে ক্লিক করে মেটানো যাবে যেকোনও বিল ৷ কোনও পিনও লাগবে না সর্বোচ্চ 5 হাজার টাকা পর্যন্ত বিল পেমেন্ট করতে ৷

boAt Smart Watch
স্মার্টওয়াচের 'tap and pay' অপশনে এক নিমেষে পেমেন্ট (ইটিভি ভারত)

হায়দরাবাদ:মোবাইল নয় এবার স্মার্টওয়াচের মাধ্য়মেই বিল মেটাতে পারবেন ব্যবহারকারীরা ৷ স্মার্টওয়াচ প্রস্তুতকারী সংস্থা BoAt তাদের ব্যবহারকারীদের জন্য এই সুবিধা এনেছে ৷ সম্প্রতি গ্লোবাল ফিনটেক ফেস্ট (GFF) 2024-এ স্মার্টওয়াচে থাকা বিশেষ সুবিধার কথা ঘোষণা করেছে boAt। ব্যবহারকারীদের স্মার্টওয়াচ থেকে পেমেন্টের সুবিধা দিতে মাস্টারকার্ডের সঙ্গে যৌথ উদ্যোগ এই পরিষেবা চালু করতে চলেছে বোট ৷

বোট স্মার্টওয়াচগুলিতে ট্যাপ এবং পে বৈশিষ্ট্য: একটি বিজ্ঞপ্তিতে boAt ঘোষণা করেছে, কয়েকটি বিশেষ স্মার্টওয়াচের মডেলে POS টার্মিনালগুলিতে 'ট্যাপ এবং পে'-এর মাধ্যমে লেনদেন করা সুবিধা পাবেন ব্যবহারকারীরা ৷ সর্বোচ্চ 5 হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন ব্যবহারকরীরা ৷ এরজন্য কোনও পিনের প্রয়োজন হবে না। ব্যবহারকারীরা বোটের স্মার্টওয়াচ অ্যাপ্লিকেশনে গিয়ে এই বিশেষ ফিচার ব্যবহার করতে পারবেন ৷ বোটের অ্যাপ্লিকেশনে ব্যবহৃত মাস্টারকার্ডের নিরাপত্তা বজায় রাখা হবে ৷

নির্বাচিত ব্যাংকের সঙ্গে যৌথ উদ্যোগ:স্মার্টওয়াচের নতুন এই ফিচার প্রসঙ্গেবোটের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও সমীর মেহতা বলেন, "মাস্টারকার্ডের সঙ্গে যৌথ উদ্য়োগে POS টার্মিনালগুলিতে 'ট্যাপ এবং পে' অপশনের সুবিধা এনেছি ৷ এর ফলে ব্যবহারকারীদেরও সুবিধা হবে পেমেন্ট করতে ৷ কন্ট্যাক্টলেস অর্থাৎ 'ট্যাপ অ্যন্ড পে'-তে আরও জোর দিতেই এই উদ্যোগ ৷"

বোটের তরফে জাাননো হয়েছে, কয়েকটি নির্দিষ্ট ব্যাংকের মাস্টারকার্ড ব্যবহারকীরা এই সুবিধা পাবেন ৷ আগামিদিনে অন্যান্য ব্যাঙ্কেও কার্ডেও এই সুবিধা দেওয়া হবে ৷ বোটের এই উদ্য়োগের কারণে দেশীয় বাজারে ডিজিটাল লেনদেন 34 শতাংশ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে ৷ ফলে 2023 সাল থেকে আগামিদিনেও স্মার্টওয়াচের মাধ্যমে লেনদেন 73.7 শতাংশ বৃদ্ধি পাবে, আশাবাদী সংস্থা ৷

বৈদ্যুতিক স্কুটারে 10 হাজার টাকা পর্যন্ত ছাড় ঘোষণা কেন্দ্রের, জানুন বিস্তারিত

ABOUT THE AUTHOR

...view details