হায়দরাবাদ:মোবাইল নয় এবার স্মার্টওয়াচের মাধ্য়মেই বিল মেটাতে পারবেন ব্যবহারকারীরা ৷ স্মার্টওয়াচ প্রস্তুতকারী সংস্থা BoAt তাদের ব্যবহারকারীদের জন্য এই সুবিধা এনেছে ৷ সম্প্রতি গ্লোবাল ফিনটেক ফেস্ট (GFF) 2024-এ স্মার্টওয়াচে থাকা বিশেষ সুবিধার কথা ঘোষণা করেছে boAt। ব্যবহারকারীদের স্মার্টওয়াচ থেকে পেমেন্টের সুবিধা দিতে মাস্টারকার্ডের সঙ্গে যৌথ উদ্যোগ এই পরিষেবা চালু করতে চলেছে বোট ৷
বোট স্মার্টওয়াচগুলিতে ট্যাপ এবং পে বৈশিষ্ট্য: একটি বিজ্ঞপ্তিতে boAt ঘোষণা করেছে, কয়েকটি বিশেষ স্মার্টওয়াচের মডেলে POS টার্মিনালগুলিতে 'ট্যাপ এবং পে'-এর মাধ্যমে লেনদেন করা সুবিধা পাবেন ব্যবহারকারীরা ৷ সর্বোচ্চ 5 হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন ব্যবহারকরীরা ৷ এরজন্য কোনও পিনের প্রয়োজন হবে না। ব্যবহারকারীরা বোটের স্মার্টওয়াচ অ্যাপ্লিকেশনে গিয়ে এই বিশেষ ফিচার ব্যবহার করতে পারবেন ৷ বোটের অ্যাপ্লিকেশনে ব্যবহৃত মাস্টারকার্ডের নিরাপত্তা বজায় রাখা হবে ৷