নয়াদিল্লি, 28 অগস্ট:উৎসবের মরশুম শরু হতে না হতেই ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার গাড়ি বিক্রয়কারী সংস্থার ৷ সম্প্রতি যাত্রীবাহী গাড়ি ও বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারী সংস্থা ও সিয়ামের সঙ্গে একটি বৈঠক হয় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির(কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক) ৷ এর পরই উৎসবের মরশুমে ক্রেতা টানতে 1.5-3 শতাংশ ছাড় ঘোষণা করেছে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি ৷ টাকার হিসেবে এই ছাড়ের পরিমাণ সর্বোচ্চ 20 হাজার টাকা পর্যন্ত ৷ প্রতিযোগীতায় পিছিয়ে নেই মার্সিডিজ বেঞ্জও ৷ সমস্ত কিছু ছাড়ের পর সর্বোচ্চ 25 হাজার টাকা পর্যন্ত ছাড় ঘোষণা করা হয়েছে সংস্থার পক্ষ থেকে ৷
এই বৈঠকে, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ভারতের অর্থনৈতিক উন্নতির জন্য গাড়ি শিল্পের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন ৷ তিনি উল্লেখ করেন, 2021 সালে স্ক্র্যাপিং নীতি (15 বছরের বেশি যেসমস্ত গাড়ি থেকে দূষণের সম্ভাবনা থাকে সেগুলি স্ক্র্যাপিং হিসেবে ধার্য করা হবে) বাস্তবায়ন হয় ৷ সেগুলি যাতে বদলানো যায় তার জন্য উৎসাহিত করতে থাকেন ব্যবহারকারীদের ৷ তবে স্ক্র্যাপিং গাড়ি বদলাতে গেলে শংসাপত্র দেখাতে হবে ৷ এই সুবিধা আগামী দু’বছর পর্যন্ত চলবে বাণিজ্যিক গাড়ি পরিবর্তনের ক্ষেত্রে ৷ যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে এই অফার এক বছর পর্যন্ত বৈধ ৷