পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

গাড়িপ্রেমীদের জন্য সুখবর, এবার 5 লাখে মিলবে AUDI Q8 ফেসলিফট মডেল - AUDI Q8 facelift SUV - AUDI Q8 FACELIFT SUV

AUDI Q8 SUV: মাত্র 5 লাখ দিয়ে বুকিং করা যাবে AUDI Q8-এর ফেসলিফ্ট মডেল ৷ সদ্য ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল সংস্থার নতুন AUDI Q8-এর ফেসলিফ্ট মডেল ৷ যার এক্স শোরুম প্রাইস 1.17 কোটি ৷ তবে 5 লাখ দিয়েই বুকিং করা যাবে অডির এই এসইউভি মডেল ৷

AUDI Q8 SUV
ভারতীয় বাজারে এল AUDI Q8 ফেসলিফ্ট মডেল (অডি ইন্ডিয়া)

By ETV Bharat Tech Team

Published : Aug 22, 2024, 2:04 PM IST

হায়দরাবাদ, 22 অগস্ট:গাড়ি প্রেমীদের সুখবর এবার মাত্র 5 লক্ষ টাকাতেই পেয়ে যাবেন অডি গাড়ি ৷ বৃহস্পতিবার ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল ফ্ল্যাগশিপ SUV AUDI Q8-এর ফেসলিফ্ট মডেল ৷ যার এক্স শোরুম মূল্য 1.17 কোটি টাকা ৷ তবে গ্রাহকদের 5 লক্ষ টাকা দিয়েই বুকিং করার সুযোগ দিচ্ছে জার্মান গাড়ি প্রস্তুতকারক সংস্থা অডি ৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে AUDI Q8 মডেলটি আগেই ভারতীয় বাজারে লঞ্চ করেছিল ৷ তবে এদিন লঞ্চ হওয়া মডেলে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ৷ SUV অডি Q8-এর ফেসলিফ্ট মডেলেরটির বাহিরে এবং ভিতরের ডিজাইনে পরিবর্তন করা হয়েছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে ৷ তবে SUV যান্ত্রাংশে কোনও পরিবর্তন করা হয়নি ৷ পুরনো মডেলটি 2023-এর সেপ্টম্বর মাসে ভারতীয় বাজারে এসেছিল ৷

  • অডি Q8 ফেসলিফ্ট এক্সটেরিয়র (Audi Q8 Facelift Exterior)

নতুন অডি Q8 এর সবচেয়ে বড় পরিবর্তন হল, এটিতে HD ম্যাট্রিক্স এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে ৷ যেটি লেজার লাইটের মতো কাজ করে ৷ গাড়ির বাম্পার বিমটিতেও পরিবর্তন আনা হয়েছে ৷ যেটি অষ্টভুজাকার অ্যাপারচার এবং 'এল' আকৃতির ৷ গাড়ির সামনের ডিজাইনে পরিবর্তন আনা হলেও, পিছনের অংশের ডিজাইনে খুব একটা পরিবর্তন আনা হয়নি ৷ পিছন দিকে ডিজিটাল OLED রিয়ার লাইট রয়েছে চারটি ৷ যা হেডলাইটের সঙ্গে কাজ করবে।

  • অডি Q8 ফেসলিফ্টের অভ্যন্তর (Interior of Audi Q8 Facelift)

নতুন মডেলটির বাহ্যিক পরিবর্তনের পাশাপাশি ভিতরেও কিছু পরিবর্তন করা হয়েছে ৷ পুরানো মডেলের থেকে খুব একটা বেশি কিছু পরিবর্তন করা হয়নি ৷ Q8 অডির টুইন এমএমআই টাচস্ক্রিন, চার রকমভাবে গাড়ির ভিতরের তাপমাত্রা পরিবর্তন করা যাবে (four-zone climate control) অর্থাৎ আপনি যেখানে আছেন সেই জায়গায় মতো গাড়ির ভিতরের তাপমাত্রা পরিবর্তন করতে পারবেন ৷ এছাড়াও হেড-আপ ডিসপ্লে, ভেন্টিলেশন, ম্যাসেজিং চেয়ার যোগ করা হয়েছে নতুন মডেলে ৷ Bang & Olufsen Hi-Fi সাউন্ড সিস্টেমও ব্যবহার করা হয়েছে । ফেসলিফ্টেড Q8-এ স্পটিফাই এবং অ্যামাজন মিউজিকের মতো বিল্ট-ইন থার্ড-পার্টি মিউজিক অ্যাপ রয়েছে। মন ভালো রাখতে লং-ড্রাইভে বেরিয়ে পড়তে পারেন পছন্দের গান চালিয়ে ৷

ভারতে আত্মপ্রকাশ AI ও 50 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত গুগল পিক্সেল 9

  • অডি Q8 ফেসলিফটের ইঞ্জিন (Engine of Audi Q8 Facelift)

ভারতে লঞ্চ করা নতুন Audi Q8-এ 3.0-লিটার V6 টার্বো-পেট্রোল ইঞ্জিন রয়েছ ৷ যেটি 48-ভোল্ট মাইল্ড হাইব্রিড সিস্টেম যুক্ত। এই ইঞ্জিনটি 340 শক্তি সম্পন্ন এবং 500 Nm টর্ক ৷ কোম্পানির স্ট্যান্ডার্ড স্বয়ংক্রিয় গিয়ারবক্স (8-speed) আছে ৷

  • অডি Q8 ফেসলিফটের দাম (Price of Audi Q8 Facelift)

জার্মান গাড়ি প্রস্তুত কারক সংস্থা অডি Q8 এর পুরনো মডেলের থেকে নতুন ফেসলিফ্ট মডেলের দাম 10 লাখ টাকা বেশি ৷ এটি 1.17 কোটি টাকা (এক্স-শোরুম) মূল্যে লঞ্চ করা হয়েছে। যদিও এই ফ্ল্যাগশিপ SUV-এর ভারতীয় বাজারে কোনও সরাসরি প্রতিদ্বন্দ্বী নেই ৷ তবে এটি Mercedes-Benz GLE এবং BMW X5-এর সঙ্গে সহজেই টেক্কা দিতে পারে ৷

আপনি কি AI ব্যবহারে দক্ষ ? ভারতে খুলছে 13 লক্ষ কাজের সুযোগ

ABOUT THE AUTHOR

...view details