হায়দরাবাদ:নতুন বছরের প্রথম দিনেই 8 জোড়া সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখে ফেললেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর ৷ বর্তমানে আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছেন তাঁরা ৷ সেখান থেকে তাঁরা নতুন বছরের অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী থাকলেন ৷ তাঁদের সঙ্গে আরও 72 জন মহাকাশচারী মহাকাশের এই বিরল দৃশ্যের সাক্ষী রইলেন ৷ 2024 সাল শেষ হওয়ার পরেই ISS (International Space Station)-এর এক্স হ্যান্ডেলে টুইট করে এমনটাই জানানো হয়েছে ৷
প্রসঙ্গত, প্রায় আট মাস ধরে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর । অন্যান্য উৎসব পালন করার মতো নতুন বছরও সেখানেই কাটালেন তাঁরা। এর আগে জন্মদিনও সেখানেই কাটিছেন ভারতীয় মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ৷ এবার ইংরাজি নববর্ষ পালন করলেন ৷ কিন্তু বছরের প্রথম দিনই কীভাবে একসঙ্গে 16টি সূর্যোদয়- সূর্যাস্তের সাক্ষী থাকা যায় ৷
এবার জেনে নেওয়া যাক কীভাবে বছরের প্রথম দিনই তাঁরা 8 জোড়া সূর্যাস্ত ও সূর্যোদয় দেখলেন ৷ পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উপরে রয়েছে আর্ন্তজাতিক স্পেস স্টেশনে । এটি ঘণ্টায় প্রায় 28 হাজার কিলোমিটার বেগে পৃথিবীর চারদিকে ঘুরছে । প্রতি 90 মিনিটে পৃথিবীকে এক বার করে প্রদক্ষীণ করছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি । সেই হিসেব অনুযায়ী এক দিনে 16 বার পৃথিবীর চারদিকে ঘুরতে সক্ষম মহাকাশ স্টেশনটি । সে কারণে মহাকাশ স্টেশনে উপস্থিত মহাকাশচারীরা দিনে 16 বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পান ।