হায়দরাবাদ:এবার ল্যাপটপেএআই ৷ সম্প্রতি AI প্রযুক্তি যুক্ত ল্যাপটপ বাজারে আনল Acer ৷ চলতি Swift 14 AI ও Swift 16 AI নামে দু’টি নতুন মডেল বাজারে এনেছে ৷ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পাশাপাশি আরও মন ছুঁয়ে যাওয়া আকর্ষণীয় ডিজাইনে ভরপুর ৷ আসুন এবার জেনেনি এসারের এই ল্যাপটপে বিশেষ বৈশিষ্ট্য ও দাম ৷ এআই প্রযুক্তির সুবিধাযুক্ত এই ল্যাপটপে কাজ যে আরও সহজ হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না ৷
Acer Swift 14 AI ও Swift 16 AI
স্পেসিফিকেশন
- অপারেটিং সিস্টেম- উইন্ডোজ 11
- প্রসেসর- Snapdragon X+8 কোর প্রসেসর
- গ্রাফিক্স- Qualcomm AdrenoTM GPU
- সফটওয়্যার- এমএস অফিস হোম এবং স্টুডেন্ট
- ব্যাটারি - 75Wh ব্যাটারি ক্ষমতা, 28 ঘণ্টা ব্যবহারের সুবিধা
- স্টোরেজ - 32GB পর্যন্ত LPDDR5X RAM এবং 2 TB অর্থাৎ 2 হাজার জিবির কাছাকাছি ৷
- নিরাপত্তা - ফেস রিডার এবং ফিঙ্গারপ্রিন্ট রিডারের সুবিধা
- সংযোগ – Wi-Fi 7, Bluetooth 5.4, Thunderbolt 4 এবং HDMI 2.1 পোর্ট
উৎসব হোক আরও আনন্দের, গ্রাহকদের OTT সাবস্ক্রিপশন ও 10 জিবি ডেটা ফ্রি এয়ারটেলের
অন্যান্য বৈশিষ্ট্য
- এআই প্রযুক্তি
- Acer সহায়তা
- Acer পিউরিফাইড ভিউ 2.0
- Acer পিউরিফাইড ভয়েস 2.0
- Acer LiveArt
- ট্রিপল মাইক সাপোর্ট