পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

2025 Tata Tiago, Tiago EV এবং Tigor-র নতুন মডেলে রয়েছে উন্নত ইঞ্জিন - 2025 TIAGO

Tata Motors 2025 Tiago ICE, Tiago EV এবং 2025 Tigor ICE লঞ্চ করেছে । নতুন ফিচার এবং দাম বিস্তারিত উল্লেখ করা হয়েছে ৷

2025 Tata Tiago
2025 টাটা টিয়াগো এবং টিগর (ছবি Tata Motors)

By ETV Bharat Tech Team

Published : Jan 10, 2025, 5:02 PM IST

হায়দরাবাদ: সাশ্রয়ী মূল্যের গাড়ি বললেই দেশিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা টাটা মোটরস নাম সবার আগে আসে ৷ নতুন বছরে টাটা আনল 2025 Tiago এবং Tigor ৷ 2025 EV সংস্করণের আপডেটেড মডেলগুলি MY25 বৈশিষ্ট্য রয়েছে ৷ নতুন মডেলে অভ্যন্তরীন পরিবর্তনের পাশাপাশি বাহ্যিক পরিবর্তন করা হয়েছে ৷

বাইক প্রেমীদের জন্য সুখবর! একসঙ্গে বাজারে আসছে 14টি বাইক

2025 Tata Tiago (ICE এবং EV) আপডেট

টাটা ইন্ডিকার উত্তরসূরি হিসেবে লঞ্চ করা হয়েছে 2025 Tata Tiago ৷ এটি কোম্পানির সবচেয়ে সাশ্রয়ী মূল্যের এবং এন্ট্রি লেভেলের গাড়ি। গ্রাহকদের চাহিদা অনুযায়ী বেশ কয়েকবার এই মডেলটি আপডেট করেছে কোম্পানিটি । বর্তমানে 2025 Tata Tiago ভারতে লঞ্চ হয়েছে, যার দাম শুরু হচ্ছে 4.99 লক্ষ টাকা (এক্স-শোরুম), যেখানে এর টপ-স্পেক ভ্যেরিয়েন্টের দাম 8.2 লক্ষ টাকা (এক্স-শোরুম)।

2025 টাটা টিয়াগো দাম (ছবি Tata Motors)

নতুন টিয়াগো পেট্রল এবং পেট্রল + সিএনজি ভ্যেরিয়েন্ট উভয় জ্বালানিতে চলে । অন্যদিকে, 2025 Tiago EV-র দাম শুরু হচ্ছে 7.99 লক্ষ টাকা থেকে ( এক্স-শোরুম)। ডিজাইন সম্পর্কে কথা বলতে গেলে, 2025 Tiago এবং Tiago EV-র ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে ৷ নতুন মডেলে রয়েছে ফ্রন্ট গ্রিল, তবে ট্রাই-অ্যারো প্যাটার্ন নেই । এগুলি নতুন ক্যান্ডি রঙে পাওয়া যাচ্ছে ।

2025 টাটা টিয়াগো ফিচার (ছবি Tata Motors)

ICE মডেলের নীচে গ্রিল দেওয়া হয়েছে ৷ Tiago EV-এর হেডলাইট রয়েছে আগের মতোই । দু’টি গাড়িতেই এলইডি রিফ্লেক্টর সেটআপ দেওয়া হয়েছে ৷ হ্যালোজেন প্রজেক্টর সেটআপের জায়গা রয়েছে ৷ চালকের কথা ভেবে এলইডি ডিআরএল এবং ফগ লাইট দেওয়া হয়েছে ৷ গাড়ির সামনের বাম্পরও আগেরল মডেলের মতো হয়েছে ৷ 15-ইঞ্চি অ্যালয় হুইল ডিজাইন ও আইসিই মডেল রয়েছে ৷ গাড়ির ভিতরে 10.25-ইঞ্চি ইনফোটেইনমেন্ট স্ক্রিন রয়েছে, যা ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সাপোর্ট করে । এছাড়াও, গাড়িতে রয়েছে পুশ-বোতাম স্টার্ট এবং লোগো-সহ টাটা নেক্সন থেকে নেওয়া নতুন টু-স্পোক স্টিয়ারিং। এতে ক্রুজ নিয়ন্ত্রণ, TPMS, টাইপ-সি চার্জিং পোর্টের সুবিধা রয়েছে ৷

ভারতের বাজারে এল অত্যাধুনিক SUV, দাম কত জানেন ?

2025 Tata Tigor আপডেটগুলি
Tata Tiago এবং Tiago EV এর সঙ্গে, কোম্পানি টিগর ICE মডেলটিও আপডেট করেছে । 2025 Tigor-এর সারফেস নতুন 2025 টিয়াগোর মতই ফ্রন্ট ফ্যাসিয়া । যাইহোক, 2025 Tigor উপর হাইলাইট করা হয়েছে, যা মডেলটিকে আলাদা করেছে অন্যান্য গাড়ির থেকে ৷

2025 টাটা টিগরের দাম (ছবি Tata Motors)

2025 TIGOR-এ 10.25-ইঞ্চি ইনফোটেইনমেন্ট স্ক্রিন রয়েছে ৷ যা ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সাপোর্ট করে । তবে নতুন Tigor-এ বেশ কয়েকটি অত্যাধুনিক ফিচার যোগ হয়েছ ৷ এই মডেলটি নতুন লাক্স টপ-ভেরিয়েন্ট রয়েছে । গাড়িটিতে পুশ-বোতাম স্টার্ট এবং 360-ডিগ্রি ক্যামেরা চাবি ছাড়াও এন্ট্রির সুবিধা রয়েছে ৷ এটিতে রয়েছে আলাদা ফ্রন্ট সেন্টার আর্মরেস্ট, ডুয়াল-টোন কেবিন থিম ৷

Tiago ICE, Tiago EV এবং Tigor-এর পাওয়ারট্রেন
1.2-লিটার ইঞ্জিন, 3 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন 2025 Tiago এবং 2025 Tigor-এ পাওয়া যাবে, যাতে ডুয়াল-সিলিন্ডার ৷ 2025 সালে Tiago EV-তে আগের মতই, 19.2 kWh এবং 24 kWh ব্যাটারি প্যাকের সুবিধা রয়েছে ৷ যা একবার সম্পূর্ণ চার্জ দিলে সর্বোচ্চ 315 কিলোমিটার যেতে পারে।

25 হাজারে বুকিং শুরু Kia Syros, আগামী মাসে বাজারে আসছে SUV টি

ABOUT THE AUTHOR

...view details