সুতি, 21 ফেব্রুয়ারি:উচ্চমাধ্যমিকের পরীক্ষা চলাকালীন সেন্টারের ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কে জড়ালেন মুর্শিদাবাদ জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা । মূহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাওয়া সেই ভিডিয়ো নিয়ে নেটপাড়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে । যদিও ভুল বুঝতে পেরে তিনি ফেসবুক পেজ থেকে ভিডিয়োটি ডিলিট করে দিয়েছেন । তবে এই নিয়ে ইতিমধ্যেই বিতর্ক এবং সমালোচনার ঝড় উঠেছে।
চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ সেই পরীক্ষা চলাকালীন সোমবার সুতির ছাবঘাঁটি কেডি বিদ্যাপীঠ এবং সামশেরগঞ্জের পঞ্চগ্রাম আইএসএ হাইস্কুল পরিদর্শনে যান মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা । জেলা পরিষদের সভাধিপতি হওয়ায় তিনি পরীক্ষা পর্যবেক্ষক কমিটিতে রয়েছেন । তাই পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলিতে যান ৷ সেখানে শিক্ষকদের সঙ্গে কথা বলার পাশাপাশি ক্লাসরুমে গিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন । তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পর্যবেক্ষক কমিটির আরও বেশ কয়েকজন সদস্য ৷
অভিযোগ, পরীক্ষা চলাকালীন জেলা পরিষদের সভাধিপতি মোবাইলে ভিডিয়ো সংগ্রহ করেন । সেটি নিজের ফেসবুক পেজে পোস্টও করেন তিনি । সেই ভিডিয়ো ঘিরেই বিতর্ক সৃষ্টি হয়েছে । ওয়াকিবহাল মহলের বক্তব্য, কীভাবে একজন প্রশাসনিক কর্মকর্তা এভাবে সেন্টারের ভিতরে প্রবেশ করে ভিডিয়ো করলেন ? তাঁর সঙ্গে যাঁরা ছিলেন তাঁরাই বা কীভাবে ভিতরে প্রবেশের অনুমোদন পেলেন ? কোন যুক্তিতে তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করলেন সেই ভিডিয়ো ? পরীক্ষা চলাকালীন স্কুলের ভিতরে এভাবে ভিডিয়ো করতে পারেন কি ? স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে ।