পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শেষ রবিবাসরীয় প্রচারে মাদারিহাটে ইউসুফ পাঠান, উঠল 'খেলা হবে' স্লোগান

মাদারিহাট দখলে মরিয়া তৃণমূল ৷ শেষ রবিবারে প্রচারের ময়দানে তাই নামানো হল বিশ্বকাপজয়ী ক্রিকেট তারকা তথা সাংসদ ইউসুফ পাঠানকে । উঠল খেলা হবে স্লোগান ।

Madarihat assembly constituency
মাদারিহাট বিধানসভা কেন্দ্রে প্রচারে ইউসুফ পাঠান (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2024, 4:14 PM IST

আলিপুরদুয়ার, 10 নভেম্বর: উপনির্বাচনের শেষ লগ্নের প্রচারে ঝড় তুলল তৃণমূল কংগ্রেস । রবিবাসরীয় প্রচারে মাদারিহাট বিধানসভা কেন্দ্রে হাজির ছিলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান ৷ তাঁকে দেখতে রাস্তায় উপচে পড়ল ভিড় ৷

তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর সমর্থনে এ দিন প্রচার সারলেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার । এ দিন প্রথমে বিন্নাগুড়ি এলাকায় পথসভায় বক্তব্য রাখেন ইউসুফ পাঠান । এরপর সেখান থেকে চলে আসেন গয়েরকাটায় । সেখানে ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায় উত্তরীয় দিয়ে বহরমপুরের সাংসদকে বরণ করে নেন । তারপর গয়েরকাটায় কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রা করেন ইউসুফ পাঠান ।

জয়প্রকাশ টোপ্পোর সমর্থনে প্রচার সারলেন বহরমপুরের সাংসদ (ইটিভি ভারত)

উপনির্বাচনের প্রচারে অংশ নিয়ে তিনি বলেন, "মাদারিহাট বিধানসভা ক্ষেত্রের মানুষ খুবই ভালো । এই এলাকায় জয়প্রকাশ টোপ্পো ভালো কাজ করছেন । মানুষের মধ্যে থেকে কাজ করেন সবসময় । সেকারণে এখানকার মানুষ এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়ী করবে ৷ এটা আমার দৃঢ় বিশ্বাস ।"

পথসভায় অংশ নেন ইউসুফ পাঠান (নিজস্ব ছবি)

এ দিকে এ দিন প্রাক্তন ভারতীয় বোলার ইউসুফ পাঠানকে দেখতে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো । এ দিন ইউসুফ পাঠান ছাড়াও জয়প্রকাশ টোপ্পোর হয়ে প্রচারে উপস্থিত ছিলেন, রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বুলুচিক বড়াইক, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি তথা ইটাহারের বিধায়ক মোশারেফ হোসেন, জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান খগেশ্বর রায়, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন-সহ আরও অনেকে ।

ইউসুফ পাঠানকে দেখতে উপচে পড়ে ভিড় (নিজস্ব ছবি)

আগামী 13 নভেম্বর রাজ্যের ছ'টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ৷ তার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্র ৷ 2016 সালের বিধানসভা নির্বাচন থেকে মাদারিহাটের আসনটি বিজেপির দখলে ৷ দু'বার এই আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মনোজ টিগ্গা ৷ বর্তমানে তিনি আলিপুরদুয়ার লোকসভা থেকে বিজেপির সাংসদ ৷ তাই আসনটি খালি হওয়ায় সেখানে উপনির্বাচন হতে চলেছে ৷

বিজেপি মাদারিহাট বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে রাহুল লোহারকে ৷ এখানে নিজেদের গড় বাঁচানোর লড়াইয়ে সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির ৷ অন্যদিকে, সেখানে ঘাসফুল ফোটাতে মরিয়া তৃণমূল কংগ্রেস ৷ উপনির্বাচনে শেষ হাসি কে হাসে সেটাই দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details