কলকাতা, 11 ফেব্রুয়ারি: রবিবারের সকাল সাড়ে 8টা ৷ ছুটির দিন তাই রাস্তাঘাটেও খুব একটা ভিড় নেই ৷ কিন্তু, পার্ক সার্কাস অঞ্চলে যে কয়েকজন নিজেদের কাজে বেরিয়েছিলেন, তাঁদের চোখ কপালে ওঠার জোগাড় হল ৷ সাতসকালে এক যুবককে দেখা গেল, পার্ক সার্কাস স্টেশনের উপরে মা উড়ালপুলের রেলিং উঠে বসে রয়েছেন ৷ আর শুধু বসে রয়েছেন তা নয়, উড়ালপুলের রেলিংয়ের সঙ্গে দড়ি বেঁধে, সেখান থেকে ঝুলে পড়ার হুমকিও দিচ্ছেন ৷ যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল রবিবারের কলকাতায় ৷ পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম আনোয়ার শেখ ৷
এদিন সকাল সাড়ে 8টা নাগাদ পার্ক সার্কাস স্টেশনের উপরে থাকা উড়ালপুল দিয়ে চলাচলকারী সাধারণ মানুষের হঠাৎই নজরে আসে, এক যুবক মা উড়ালপুলের লোহার রেলিংয়ের উপরে উঠে বসে রয়েছেন ৷ তৎক্ষণাত হইচই পড়ে যায় সেখানে ৷ স্টেশনে ও উড়ালপুলের উপর ভিড় জমে যায় ৷ প্রত্যক্ষদর্শীদের মতে, ওই যুবক রেলিংয়ে পা ঝুলিয়ে বসেছিলেন ৷ তাঁকে নেমে আসার কথা বলা হলে তাতে কর্ণপাত করছিলেন না ৷ খবর যায় পুলিশ ও দমকলে ৷
দ্রুত লালবাজার, স্থানীয় থানা থেকে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় ৷ কিন্তু, তাতে কী ! সেই সময় ওই যুবক রেলিংয়ে বসে চা, জলখাবার খাচ্ছিলেন ৷ তাই পুলিশও কিছুক্ষণ অপেক্ষা করে ৷ প্রাতঃরাশ শেষ হলে, তাঁকে নেমে আসার জন্য অনুরোধ করে পুলিশ ৷ কিন্তু, তখনই কাঁদতে শুরু করেন ওই যুবক ৷ এমনকী দমকল কর্মীরা উপরে ওঠার চেষ্টা করলে, আত্মহত্যার হুমকি দিতে থাকে ৷ ফলে পিছিয়ে আসতে হয় পুলিশকেও ৷ অভিযোগ এরই মধ্যে রেলিংয়ের সঙ্গে একটি দড়ি বেঁধে তাতে ফাঁস লাগিয়ে নেন যুবক ৷ তারপর সেটি গলায় পরে নেন ৷