পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইট হাতে সটান মন্ত্রীর ঘরে, টেবিলের কাচ ভেঙে আটক যুবক - ATTACK ON MOLOY GHATAK HOUSE

নিরাপত্তারক্ষীদের চোখের আড়ালে বড় ইট হাতে মন্ত্রী মলয় ঘটকের অফিস ঘরে ঢুকে পড়ল যুবক ৷ তারপর ভাঙল টেবিলের কাচ ৷ যুবককে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ ৷

Moloy Ghatak
হামলার খবর পেতেই মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে পুলিশ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2025, 7:52 PM IST

Updated : Jan 22, 2025, 8:28 PM IST

আসানসোল, 22 জানুয়ারি: হাতে একটা বড় ইট । তাই নিয়ে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে ঢুকে একেবারে সোজা অফিস ঘরের টেবিলের কাচ ভাঙল যুবক । ইতিমধ্যেই ওই যুবককে আটক করে এখানে আসার কারণ ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ।

জানা গিয়েছে, বুধবার বিকেলে আসানসোলের গার্ডেন এলাকায় মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে এক যুবক ঢুকে পড়ে । আর সেই বাড়ির নিচের তলায় রয়েছে মন্ত্রীর অফিস ঘর । যেখানে মন্ত্রী ও তাঁর স্ত্রী বিভিন্ন সময়ে নিজেদের কাজে বসেন ৷ বাড়িতে বিভিন্ন কাজে আসা ব্যক্তিদের সঙ্গে দেখাও করেন এই ঘরে । নিরাপত্তার শিথিলতার সুযোগ নিয়ে সেই যুবক একটি বড় ইট নিয়ে মলয় ঘটকের বাড়ির নিচের তলায় অফিস ঘরে ঢুকে যায় এবং সটান গিয়ে সে টেবিলের উপরে জোরে আঘাত করে । যার ফলে টেবিলে রাখা কাচ ভেঙে যায় ।

হামলার ঘটনায় মলয় ঘটকের স্ত্রী ও ডিসি সেন্ট্রালের বক্তব্য (ইটিভি ভারত)

তবে বুধবার বিকেলে ঘটনার সময় মন্ত্রী মলয় ঘটক বাড়িতে ছিলেন না । তাঁর স্ত্রী সুদেষ্ণা দোতলায় ছিলেন । শব্দ পেয়ে তিনি নিচে নেমে আসেন । তখনও সেই যুবক বাড়ির বাইরে ইটের টুকরো নিয়ে দাঁড়িয়েছিলেন । মন্ত্রীর স্ত্রী সুদেষ্ণা ঘটক বলেন, "বাড়িতে নিরাপত্তার ব্যবস্থা ছিল । তা সত্ত্বেও কী ক'রে ওই যুবক বাড়ির মধ্যে ঢুকে গেল বলতে পারব না । আমি এই ঘটনায় ভয় পেয়ে গিয়েছি । কারণ ওই ঘরে আমি অনেক সময় বসে থাকি । মন্ত্রী সাহেব নিজেও বসেন । হঠাৎ কীভাবে এক যুবক এখানে ঢুকে গেল বুঝতে পারছি না ।"

মন্ত্রীর ঘরে ঢুকে হামলায় ভেঙেছে টেবিলের কাচ (ইটিভি ভারত)

অন্যদিকে, ঘটনার খবর জানাজানি হতেই আসানসোল দক্ষিণ থানার বিরাট পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয় । আসেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি থেকে শুরু করে ডিসি সেন্ট্রাল-আসন সকলেই । পাঁচজন নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে ওই যুবক সটান ভিতরে ঢুকে এই কাণ্ড ঘটাল তা নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷

মলয় ঘটকের বাড়ির সামনে পুলিশি টহল (ইটিভি ভারত)

এই বিষয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস জানান, বিকেলে এক যুবক মন্ত্রীর বাড়ির মধ্যে ঢুকে পড়ে এবং সে টেবিলে রাখা কাচ ভেঙে ফেলেছে । তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে । নিরাপত্তার বিষয়টি নিয়েও রিভিউ করার প্রয়োজন আছে । তদন্ত শুরু হয়েছে ।"

Last Updated : Jan 22, 2025, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details